মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
The Daily Post

সারা দেশে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে লিগ্যাল এইড মেলা, র্যালি, আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে। প্রতিনিধিদের পাঠনো খবর-

গাজীপুর: জেলা লিগ্যাল এইচ অফিস গাজীপুর আয়োজিত জেলা জজ আদালত সম্মেলন কক্ষে শুক্রবার (২৮ এপ্রিল) জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে জেলা লিগ্যাল এইড অফিস গাজীপুর আইন বিষয়ে সার্বিক কার্যক্রম সর্ম্পকিত তথ্যচিত্র প্রদশনী করা হয়। 

জেলা লিগ্যাল এইড অফিসার (ভারপাপ্ত) মোছা. শাহাজাদী তাহমিনার উপস্থাপনায় সভাপতির বক্তব্য রাখেন চেয়ারম্যান জেলা লিগ্যাল এইড কমিটি ও সিনিয়র জেলা ও দায়রা জজ মমতাজ বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারীও শিশু নির্যাতন বিচারক শামীমা আফরোজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান, চিফ-মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. কায়সারুল ইসলাম গাজীপুর আইনজীবী সমিতি সভাপতি অ্যাড.  মো. আহসান উদ্দিন, সাধারণ সম্পাদক মো. মিজানুর  রহমানসহ নেতারা।

কুড়িগ্রাম : দিবসটি উপলক্ষে শুক্রবার (২৮ এপ্রিল) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আইনগত সহায়তা কমিটির সভাপতি সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আলমগীর কবির।

এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, পৌর মেয়র মো. কাজিউল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. মঞ্জুর-এ-মুর্শেদ, নারী ও শিশু ট্রাইবুনালের বিচারক এসএম নুরুল ইসলাম, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর কবির শিপন, অ্যাড. মুসা মিয়া, অ্যাড. আমজাদ হোসেন, অ্যাড. শামসুল হক সরকার প্রমুখ। আদালত চত্বরে দিনব্যাপী লিগ্যাল এইড মেলায় ব্রাক, ফ্রেন্ডশিপ, সলিডারিটি, আরডিআরএসসহ বিভিন্ন এনজিও এবং উন্নয়ন সংস্থা তাদের কার্যক্রম উপস্থাপন করে।

নাটোর: দিবসটি উপলক্ষ্যে শুক্রবার (২৮ এপ্রিল) নাটোর লিগ্যাল এইড কমিটির আয়োজনে পায়রা ও বেলুন উড়িয়ে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি জেলা জজ কোর্ট প্রাঙ্গন হতে বের হয়ে প্রধান সড়ক অতিক্রম করে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা লীগ্যাল এইড অফিসার ইসমত আরা টুশির সঞ্চালনায় আলোচনা সভায় অংশগ্রহণ করেন নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম রমজান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. রওনক জাহান, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী, জজকোর্টের পিপি অ্যাড. মো. সিরাজুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আবু আহসান টগর ও সাধারণ সম্পাদক অ্যাড. মালেক শেখ প্রমুখ। আলোচনা সভায় লীগ্যাল এইড কমিটির শ্রেষ্ঠ প্যানেল আইনজীবীদের ক্রেস্ট প্রদান করা হয়। লীগ্যাল এইড বিষয়ক গান ও নাটিকা পরিবেশন করা হয়। এছাড়াও বৃক্ষরোপণ ও রক্তদান কর্মসূচিরও আয়োজন করা হয়।

ঝিনাইদহ : জেলা লিগ্যাল এইডে আয়োজনে এবং জাহেদী ফাউন্ডেশনের সহযোগীতায় শুক্রবার (২৮ এপ্রিল) ঝিনাইদহ জেলা জজ আদালতের সামনে বেলুন ও কবুতর উড়িয়ে দিবসের কর্মসূচি উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, সিনিয়র জেলা ও দায়রা জজ মো. নাজিমুদ্দৌলা। উদ্বোধনের পর জেলা জজের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি শহরের পায়রা চত্তর প্রদক্ষিণ করে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনের সভামঞ্চে গিয়ে মিলিত হয়। 

জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, জেলা ও দায়রা মো. নাজিমুদ্দৌলার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের বিচারক মো. মিজানুর রহমান, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমিন মাতুব্বর, জেলা পুলিশ সুপার আশিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিবুল ইসলাম খান, সিভিল সার্জন সুভ্রা রানী দত্ত, ঝিনাইদহ পৌরমেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, জেলা আইনজীবী সমিতির সভাপতি রবিউল ইিসলাম, জিপি বিকাশ কুমার ঘোষ, পিপি ইসমাইল হোসেন, সিও’র নিবার্হী পরিচালক সামছুল আলম প্রমুখ।
    
ময়মনসিংহ: চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গন ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে শুক্রবার (২৮ এপ্রিল) বর্ণাঢ্য র্যালি, উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওই অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মমতাজ পারভীন, চেয়ারম্যান, জেলা লিগাল এইড কমিটি এবং সিনিয়র জেলা ও দায়রা জেলা জজ ময়মনসিংহ। অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মো. মোস্তাফিজার রহমান, উপস্থিত ছিলেন, জেলা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মাসুম আহমদ ভূঁইয়া ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ বার কাউন্সিলের সভাপতি এড. মোয়াজ্জেম হোসেন বাবুল, আইনজীবী ও বিশিষ্ট ব্যক্তিরা।

ভোলা : জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে শুক্রবার (২৮ এপ্রিল) জেলা জজ আদালত প্রাঙ্গণে বেলুন ও কবুতর উড়ানো পর বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরে মূল মূল সড়ক পদক্ষিণ করে জেলা পরিষদের মিলনায়তনে এসে আলোচনা সভায় রূপ নেয়। 

এতে সিনিয়র জেলা ও দায়রাজজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এইচ, এম, মাহমুদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, এইচ,এম, মাহমুদুর রহমান, জেলা ও দায়রা জজ প্রমুখ। 

এসময়  বিচার বিভাগের কর্মকর্তা, জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রাঙামাটি: রাঙ্গামাটি জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে দিবসটি উপলক্ষে শুক্রবার (২৮ এপ্রিল) র্যালি বের করা হয়। জেলা ও দায়রা জজ প্রাঙ্গণ থেকে র্যালিটি শহরের  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হ্যাপিমোড়, বনরুপা হয়ে পুনরায় আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে আলাচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বেলুন ও শান্তির পায়রা উড়ানো হয়।

রাঙামাটি সিনিয়র জেলা ও দায়রা জজ সহিদুল ইসলামের সভাপতিত্বেও সিনিয়র সহকারী জজ মো. জুনাঈদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে  খ্যাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় এমপি  দীপংকর তালুকদার উপস্থিত ছিলেন। সভায় সিনিয়ির জেলা ও দায়রা জর্জ সহিদুল ইসলাম  লিগ্যাল এইড কার্যক্রম সম্পর্কে একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন। 

অনুষ্ঠানে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ এইএম ইসমাইল হোসেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু হানিফ, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম,  রাঙামাটি সিনিয়ির জেলা ও দায়রা জজ সহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রাঙামাটি সদর উপজলা পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, রাঙামাটি জেলা আইনজীবী সমিতিরি সভাপতি রফিকুল ইসলামসহ আদালতের সকল পর্যায়ের বিচারক, কর্মকর্তা-কর্মচারী, প্যানেল আইনজীবী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা কারাগার, তথ্য অফিস, লিগ্যাল এইডের উপকারভোগী এবং বিভিন্ন এনজিওর সদস্যরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর : দিবসটি উপলক্ষে শুক্রবার (২৮ এপ্রিল) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনিচুর রহমান। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহাপরির্দশক মো. মাহাফুজুর রহমান ভূইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা ডেপুটি সিভিল সার্জন শাহ মো. শরীফ, জেলা আঞ্চলিক শ্রম দপ্তরের উপ পরিচালক মো. আবুল বাসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দিনাজপুরের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. এনামুল হক, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মো. জহির শাহ, সেইফটি কমিটির সভাপতি মো. জাবেদ হোসেন, দোকান কর্মচারি ইউনিয়নের সভাপতি বিমল আগোরওয়াল প্রমুখ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক (সাধারণ) মো. ফরহাদ হোসেন। এর আগে প্রধান অতিথি দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনিচুর রহমানের নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয় হতে একটি বণার্ঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক  প্রদক্ষিণ করে। 

পাবনা: পাবনা জজ আদালত চত্বরে শুক্রবার (২৮ এপ্রিল) বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির শুরু করেন অতিথিরা। পরে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালি শেষে আদালতের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাবনা সিনিয়র  জেলা ও দায়রা জজ বেগম শামীম আহাম্মদের সভাপতিত্বে বক্তব্য দেন  পাবনা জেলা জজ মিজানুর রহমান, জেল সুপার নাছির উদ্দিন, জেলা সিভিল সার্জন মনিসর চৌধুরী, জেলা শিব জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ : দিবসটি উপলক্ষে জেলা জজ আদালত প্রাঙ্গন থেকে শুক্রবার (২৮ এপ্রিল) শোভাযাত্রাটি শুরু হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে জাতীয় আইনগত সহায়তা দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোহা. আদীব আলী। তিনি তার বক্তব্যে লিগ্যাল এইড বা জাতীয় আইনগত সহায়তা কার্যক্রম আরো জোরদার করা এবং যেসব অভিযোগ বিকল্প ব্যবস্থায় নিষ্পোত্তি যোগ্য সেগুলো দ্রুত সময়ের মধ্যে নিষ্পোত্তির ওপর গুরুত্বারোপ করেন। 

আলোচনা সভায় আরো বক্তব্য দেন,  জেলা ও দায়রা জজ (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল) নরেশ চন্দ্র সরকার, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক। 
অতিথিদের মধ্যে বক্তব্য দেন, ভারপ্রাপ্ত জলা প্রশাসক দেবেন্দ্র নাথ উরাঁও, সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদসহ অন্যরা। 

ব্রাহ্মণবাড়িয়া: দিনটি পালনে শুক্রবার (২৮ এপ্রিল) জেলা লিগ্যাল এইড অফিসের উদ্যোগে জেলা জজ আদালত চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে আদালত ভবনে তথ্য কেন্দ্রের উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সিনিয়র জেলা ও দায়রা জজ ও জেলা লিগ্যাল এইডের চেয়ারম্যান শারমিন নিগারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুদ পারভেজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন, সরকারি পিপি অ্যাড. মাহবুবুল আলম খোকন, সিভিল সার্জন ডাক্তার মো. একরামউল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার এ,এইচ,এম কামরুল ইসলাম, নারী ও শিশু কোর্টের পিপি অ্যাড. তাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. জসীম উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সামসুজ্জামান চৌধুরী কানন প্রমুখ। 

মৌলভীবাজার : শুক্রবার (২৮ এপ্রিল) জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গন থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা লিগ্যাল এইড অফিসার লায়লা মেহের বানুর সঞ্চালনায়। মৌলভীবাজার জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ আল-মাহমুদ ফায়জুল কবীরের সভাপতিতে ওই আলোচনা সভায় বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মো. সোলেমান জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মেয়র মো. ফজলুর রহমান,সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান  ভানু লাল রায়, পাবলিক প্রসিকিউটর এডভোটেক রাধা পদ দেব সজল, জেলা আইনজীবী সমিতির সভাপতি রমা কান্ত দাশ গুপ্ত সাধারণ সম্পাদক, অ্যাড. বদরুল হোসেন, সরকারি কৌঁসুলী মো. আব্দুল। খালিক, বিশেষ পাবলিক প্রসিকিউটর এড. নিখিল রঞ্জন দাশ, প্রমুখ।

নীলফামারী: দিবসটি উপলক্ষে শুক্রবার (২৮ এপ্রিল) আদালত চত্বরে বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে দিবসটির সুচনা করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ মো. মাহমুদুল করিম। এরপর আদালত চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত চত্ত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়। 

আলোচনা সভায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সহদেব চন্দ্র রায় এবং সহকারী জজ আতিয়ারা আকতারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. গোলাম সারোয়ার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক এ.বি.এম গোলাম রসুল, জেলা প্রশাসক পংকজ ঘোষ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. হাসিবুর রহমান, জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়ির সহকারী জজ উৎপল ঘোষ, পৌরমেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বাবু অক্ষয় কুমার রায়সহ বিচার বিভাগের সব বিচারক, আইনজীবী, সরকারী কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধি।

বালিয়াকান্দি (রাজবাড়ী):  শুক্রবার (২৮ এপ্রিল) উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা লিগ্যাল এইডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান, কৃষি অফিসার রফিকুল ইসলাম, ওসি (তদন্ত) প্রাণবন্ধু বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম প্রমুখ।

শ্রীপুর (মাগুরা): শুক্রবার (২৮ এপ্রিল) শ্রীপুর উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদারের নেতৃত্বে র্যালি শুরু হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। শ্রীপুর উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে শ্রীপুর উপজেলা  নির্বাহী অফিসার কমলেশ মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু, শ্রীপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. নারগিস সুলতানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ইকরাম আলী বিশ্বাস, জেলা জীব বৈচিত্র ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মো. সাইফুল্লাহসহ অন্যরা।

নিয়ামতপুর (নওগাঁ): শুক্রবার (২৮ এপ্রিল) উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে থেকে দিবসটি উপলক্ষে র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্ত্বর প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে এক সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে  আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ। 
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, ওসি (তদন্ত) ফইমউদ্দিন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও দুর্নীতি দমন কমিশন নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি বিমল প্রামানিক, বীর মুক্তিযোদ্ধা সুভাস প্রামানিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা আইসিটি অফিসার রাসেল রানা, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল হান্নান, একাডেমীক সুপারভাইজার জাকির হোসেন, নিয়ামতপুর সরকারি কলেজের প্রভাষক মোদাচ্ছের হোসেন, মানবাধিকার কমিশন, নিয়ামতপুর উপজেলা সভাপতি বজলুর রশীদ, ব্র্যাক প্রতিনিধি আফরোজা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, কার্যনির্বাহী সদস্য সাহান সা প্রমুখ। 

ধর্মপাশা (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটি কর্তৃক আয়োজিত বিভিন্ন কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে শুক্রবার (২৮ এপ্রিল) কর্মসূচি শুরু করা হয়।

স্বাগত র্যালিতে উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কার্যালয়ের কর্মচারীসহ সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা পরিষদ, ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট, সি.এস. আই,জি. আর.ও, ব্যাঞ্চ সহকারী, স্টেনো কাম-কম্পিউটার,জারীকারক, মুক্তিযুদ্ধা ও রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালি শেষে উক্ত দিবসের তাৎপর্য সম্পর্কে অ্যাডভোকেট ইকরাম হোসেনের সঞ্চালনায়  উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, সহকারী কমিশনার (ভূমি) মো. অলিদুজ্জামান, এএসপি সার্কেল আলী ফরিদ, মো. মিজানুর রহমান, ওসি ধর্মপাশা থানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস প্রমুখ।

রাউজান চট্টগ্রাম) : শুক্রবার (২৮ এপ্রিল) দিবস উপলক্ষে রাউজান উপজেলা সিনিয়র জজ আদালতের সহাকারী জজ সুব্রত দাশের নেতৃত্বে আদালত ভবন থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয় । র্যালিটি রাউজান উপজেলা সদর প্রদিক্ষণ শেষে পুনরায় আদালত ভবনে গিয়ে শেষ হয় । র্যালি শেষে রাউজান উপজেলা সিনিয়র জজ আদালতের আইনজীবী সমিতির অফিস কক্ষে রাউজান উপজেলা সিনিয়র সহকারী জজ আদালতের সহকারী জজ সুব্রত দাশের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় দরিদ্র অসহায় মানুষকে বিনামুল্যে আইন সহায়তা প্রদান বিষয়ে আইনজীবীদের মধ্যে বক্তব্য রাখেন লিটন আচায্য, মুজিবুর রহমান, সাইফুল ইসলাম, শুভ্র সিংহ, সাইফুউদ্দিন সাহেদ, আনিকা সুলতানা, প্রত্যাশী কো অডিনেটর আরিফুল ইসলাম, রাউজান উপজেলা সমাজ সেবা অফিসের ফিল্ড অফিসার নিখিল পাল। 

কালুখালী (রাজবাড়ী) : এ উপলক্ষ্যে শুক্রবার (২৮ এপ্রিল) উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে র্যালি বের করে। র্যালিটি উপজেলা শহরের আশপাশ পদক্ষিণ করে একই স্থানে এসে সমাপ্ত হয়।

র্যালি পরবর্তী উপজেলা পরিষদের হলরুমে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. সজীব এছাড়াও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম নাসিম আখতার, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, মদাপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মজনু, প্রধান শিক্ষক আয়ুব আলী, রহমাতুন্নেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জাহিদুল ইসলাম, ইউপি সদস্য হাফিজুর রহমান তছির ও আ. লতিফসহ অন্যরা উপস্থিত ছিলেন।

টিএইচ