বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

সারা দেশে সড়কে ঝরল ১০ জনের প্রাণ

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে সড়কে ঝরল ১০ জনের প্রাণ

সারা দেশে সড়ক দুর্ঘটনায় ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চট্টগ্রামের বোয়ালখালীতে বাস-সিএনজি সংঘর্ষে ৫, নাটোরের বড়াইগ্রামে স্কুলছাত্র, পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেল চালক, লালমনিরহাটের কালীগঞ্জে এক পথচারী, দিনাজপুরের হাকিমপুরে এক শিশু, পাবনার ঈশ্বরদীতে একজনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

বোয়ালখালী (চট্টগ্রাম): বোয়ালখালীতে বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষে ৫ জনে মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো একজন। নিহতরা সবাই সিএনজির যাত্রী ছিলেন। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ৮.৩০ টার দিকে উপজেলার রায়খালী আরাকান সড়কে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মিরসরাই উপজেলার জোরালগঞ্জ এলাকার আয়াতউল্লাহর স্ত্রী অঞ্জনা (৪০), ফটিকছড়ি উপজেলার জালাল উদ্দিনের ছেলে মো. সেলিম (৪৫), পটিয়া উপজেলা করনখাইন ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বলরাম দের ছেলে বাবুল দে (৬০), পটিয়া দৌলতপুর এলাকার নুরুল ইসলামের ছেলে মো. করিম (৪৫)। অপর একজন হাসপাতালে নেয়ার পথে মারা যান। আহত অপরজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বোয়ালখালী থেকে শহরমুখী বাস ও পটিয়া বাদামু থেকে ছেড়ে আসা সিএনজির সংঘর্ষে ঘটনাস্থলে ৪জন নিহত হয় হাসপাতাল নেয়ার পথে আরো একজন নিহত হয়। 

থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে তদন্তের পর ব্যবস্থা নেয়া হবে। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

বড়াইগ্রাম (নাটোর) : নাটোরের বড়াইগ্রামে দোকান থেকে বিস্কুট কিনে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় বাসের চাকায় পৃষ্ট হয়ে শাওন আহমেদ (৯) নামে এক স্কুলছাত্র ঘটনাস্থলেই নিহত ও তার বোন তৃষা (৪) আহত হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) উপজেলার গড়মাটি ঘাটপাড়া এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত ভাইবোন গড়মাটি ঘাটপাড়া গ্রামের সাইদুর রহমানের সন্তান এবং শাওন গড়মাটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

বনপাড়া হাইওয়ে থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, অভিভাবকের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। বাসটি জব্দ করা হলেও বাস চালক পলাতক রয়েছে। 

কলাপাড়া (পটুয়াখালী) : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে চোটেন মাতব্বর (৪৬) নামের রাখাইন সমপ্রদায়ের এক যুবকের মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে মহিপুর সেরাজপুরে সাবেক চেয়ারম্যান মালেক আকনের বাড়ির সামনে আসলে এ দুর্ঘটনা ঘটে। এতে থয় অংচিং নামের আরেকজন রাখাইন গুরুতর আহত হয়। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত চোটেন মাতব্বর কুয়াকাটা পৌরসভার ১ নং ওয়ার্ডের মংথয়পাড়ার লুমং মাতব্বরের ছেলে।

মহিপুর থানা ওসি মো. আবুল খায়ের জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃতের পরিবারের কোন অভিযোগ না থাকায় ইউডি মামলা করা হয়েছে। 

কালীগঞ্জ (লালমনিরহাট) : লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় হোসেন আলী (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে উপজেলার কাকিনা ইউনিয়নের ওয়াব্দা বাজার বাবুল মার্কেটের সামনে দুর্ঘটনা ঘটে। নিহত হোসেন আলী জেলার আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ী মদনপুর এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। নিহত হোসেন আলী স্থানীয় বাজারের মাংস বিক্রেতা ছিলেন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কাকিনা বাজার থেকে মাংস নিয়ে নামুড়ী বাজার মুখে বাইসাইকেল চালিয়ে যাচ্ছিল ওই ব্যক্তি। এসময় দ্রুতগতির বালুবোঝাই একটি ট্রাক্টর তাকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেলে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, ঘাতক ড্রাইভার পালিয়ে গেছে, ট্রাক্টরটি আটক করা হয়েছে।

হাকিমপুর (দিনাজপুর): দিনাজপুরের হাকিমপুরের হিলিতে নিজ বাড়ির সামনেই রাস্তা পারাপারের ব্যাটারিচালিত ইজিবাইকের নিচে চাপা পড়ে প্রেম চন্দ্র বাধ্যকর (৪ বছর বয়সী) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। অপর এক শিশু নিরব বাধ্যকর (৫) গুরু আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) উপজেলার সাদুড়িয়া-কোকতাড়া সড়কের এই দুর্ঘটনা ঘটে। নিহত প্রেম চন্দ্র উপজেলার আলিহাট ইউনিয়নের সাদুড়িয়া গ্রামের মানিক চন্দ্র বাধ্যকরের ছেলে এবং আহত শিশু নিরব চন্দ্র বাধ্যকর কৃষ্ণ চন্দ্র বাধ্যকর ছেলে। 

হাকিমপুর থানার ওসি আবু সায়েম মিয়া জানান, ইজিবাইকের নিচে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসআই শামীম ও এসআই হামিদুলসহ সঙ্গীয় ফোর্স পাঠিয়েছি। প্রাথমিক তদন্ত শেষে শিশুটি লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ঈশ্বরদী (পাবনা) : পাবনার ঈশ্বরদীতে ইট বোঝায় পাওয়ার ট্রলির ধাক্কায় গোলাম হোসেন (৩০) নামের এক ইঞ্জিনচালিত ভুটভুটির যাত্রী নিহত ও ৪ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের পাকুড়িয়া হাট সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম হোসেন রাজশাহী জেলার বাঘা উপজেলার সিরামপুর গ্রামের গফুর হোসেনের ছেলে। সে পেশায় ঈটভাটার শ্রমিক বলে জানা গেছে। 

আহতরা হলেন- বাঘা উপজেলার আড়পাড়া গ্রামের রঘু মণ্ডল, একই উপজেলার সিরামপুর গ্রামের অরনী, লালপুর উপজেলার তুসপাড়া গ্রামের মুজাফ ও ব্রজেন। ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার বিষয়টি জানিয়েছেন।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, ইঞ্জিনচালিত ভুটভুটিতে ১৭ জন যাত্রী নিয়ে লালপুর থেকে ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের বিভিন্ন ইটভাটায়  যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই পাওয়ার ট্রলির সঙ্গে সংর্ঘষ হলে ট্রলি ও ভুটভুটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় স্থানীয়রা পুলিশ ও দমকল বাহিনীর সদস্যদের খবর দিলে তারা আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গোলাম হোসেন এর মৃত্যু হয়। 

টিএইচ