মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
The Daily Post

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ড. মোশাররফ

নিজস্ব প্রতিবেদক

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ড. মোশাররফ

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন।

মঙ্গলবার (২৭ জুন) সকাল ৮টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানে ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।

ড. খন্দকার মোশাররফ হোসেন ব্রেন স্ট্রোক করে বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে গত ১৮ জুন ভর্তি হয়ে আট দিন চিকিৎসাধীন ছিলেন।

তিনি এভারকেয়ার হাসপাতাল চিকিৎসকদের পরামর্শে সিঙ্গাপুর ন্যাশানাল হাসপাতালে চিকিৎসা নেবেন। পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে ড. খন্দকার মোশাররফের জন্য দোয়া চাওয়া হয়েছে।

টিএইচ