মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
The Daily Post

ছাত্রলীগের পূর্বঘোষিত ছাত্র সমাবেশের তারিখ পেছাল 

নিজস্ব প্রতিবেদক

ছাত্রলীগের পূর্বঘোষিত ছাত্র সমাবেশের তারিখ পেছাল 

বাংলাদেশ ছাত্রলীগের পূর্বঘোষিত ৩১ আগস্টের (বৃহস্পতিবার) ছাত্র সমাবেশের তারিখ পরিবর্তন করে আগামী ১ সেপ্টেম্বর (শুক্রবার) বিকাল ৩টায় নির্ধারণ করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের স্মরণে সোহরাওয়ার্দী উদ্যানে এ ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। শনিবার (১৯ আগস্ট) বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শোকের মাস আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে বাংলাদেশ ছাত্রলীগের পূর্বঘোষিত ৩১ আগস্টের ছাত্রসমাবেশ চলমান এইচএসসি পরীক্ষার্থীদের সুবিধার্থে, জনদুর্ভোগ এড়াতে এবং সার্বিক শৃঙ্খলার স্বার্থে পরিবর্তিত তারিখ ১ সেপ্টেম্বর (শুক্রবার) বিকাল ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রসমাবেশে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টিএইচ