মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২
The Daily Post

‘তারেক রহমানের দেশে ফেরা চূড়ান্ত হলে দলীয়ভাবে জানানো হবে’

নিজস্ব প্রতিবেদক

‘তারেক রহমানের দেশে ফেরা চূড়ান্ত হলে দলীয়ভাবে জানানো হবে’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার দিনক্ষণ চূড়ান্ত হলে তা দলীয়ভাবে ঘোষণা দিয়ে জানানো হবে বলে জানিয়েছে দলটির মিডিয়া সেল।

রোববার মধ্যরাতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তারেক রহমানের দেশে ফেরা সংক্রান্ত কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ঘিরে আলোচনার প্রেক্ষাপটে বিএনপির পক্ষ থেকে এই ব্যাখ্যা দেওয়া হয়।

শায়রুল কবির খান বলেন, “বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডন থেকে দেশে ফেরার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন তার দেশে ফেরার দিনক্ষণ চূড়ান্ত হবে, তখন দলীয়ভাবে ঘোষণা দিয়ে তা জানানো হবে।”

তিনি আরও বলেন, “তারেক রহমানের দেশে ফেরা বিষয়ে কোনো বিভ্রান্তি বা অপব্যাখ্যা না করে বিষয়টির গুরুত্ব ও প্রয়োজনীয়তাকে যথাযথভাবে বিবেচনার আহ্বান জানাই।”

টিএইচ