রবিবার, ২৭ জুলাই, ২০২৫
ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২
The Daily Post

দল নিয়ন্ত্রণ করেছে, দেশও নিয়ন্ত্রণ করতে পারবে জামায়াত : ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

দল নিয়ন্ত্রণ করেছে, দেশও নিয়ন্ত্রণ করতে পারবে জামায়াত : ডা. শফিকুর রহমান

রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুক্রবার (২৫ জুলাই) জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে দলের আমির ডা. শফিকুর রহমান দাবি করেন, জামায়াত যেমন দল নিয়ন্ত্রণ করেছে, তেমনি দেশও নিয়ন্ত্রণ করতে পারবে।

তিনি বলেন, ইসলাম পৃথিবীর একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম। আমরা ইনসাফভিত্তিক সমাজ গড়তে সবার সহযোগিতা চাই।

ডা. শফিকুর রহমান বলেন, গত ৫৪ বছরে জামায়াত বাংলাদেশের কোনো নাগরিকের প্রতি অবিচার করেনি। জামায়াত যেমন দল নিয়ন্ত্রণ করেছে, তেমনি দেশও নিয়ন্ত্রণ করতে পারবে।

তিনি আরও অভিযোগ করেন, গত সাড়ে ১৫ বছরে দেশ বিচারের নামে প্রহসন দেখেছে।

জামায়াতে ইসলামীর নেতাদের কোনো বেগম পাড়া বা পিসি পাড়া নেই বলে দাবি করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

জামায়াত আমির বলেন, আমাদের রাজনীতি মানুষ ও মানবতার কল্যাণে নিবেদিত। ইসলামপ্রেমী ও দেশপ্রেমিক সবাইকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।

টিএইচ