সোমবার, ২৮ জুলাই, ২০২৫
ঢাকা সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২
The Daily Post

‘সমন্বয়ক পরিচয়ে কেউ চাঁদাবাজি করতে গেলে ধরে পুলিশে দেবেন’

নিজস্ব প্রতিবেদক

‘সমন্বয়ক পরিচয়ে কেউ চাঁদাবাজি করতে গেলে ধরে পুলিশে দেবেন’

কেন্দ্রীয় কমিটি ব্যতীত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারাদেশের সকল কমিটি বিলুপ্ত করা হয়েছে জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘কোনো অফিসে, কোনো বাসায়, কিংবা কোনো প্রতিষ্ঠানে ‘সমন্বয়ক’ পরিচয় দিয়ে কেউ চাঁদাবাজি, তদবির, মামলা বাণিজ্য করতে গেলে ধরে সোজা পুলিশে দেবেন।’

রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টের কমেন্ট সেকশনে এই মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে সারজিস লিখেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।’

এরপর নিজের পোস্টের কমেন্ট সেকশনে তিনি মন্তব্য করেন, ‘কেন্দ্রীয় কমিটি ব্যতীত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারাদেশের সকল কমিটি বিলুপ্ত করা হয়েছে। কোনো অফিসে, কোনো বাসায়, কিংবা কোনো প্রতিষ্ঠানে ‘সমন্বয়ক’ পরিচয় দিয়ে কেউ চাঁদাবাজি, তদবির, মামলা বাণিজ্য করতে গেলে ধরে সোজা পুলিশে দেবেন।’

টিএইচ