শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
The Daily Post

ইইউ‍‍র রাষ্ট্রদূতদের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

ইইউ‍‍র রাষ্ট্রদূতদের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক

ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও এই জোটভুক্ত দেশ স্পেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ইতালি, সুইডেন, সুইজারল্যান্ড ও নরওয়ের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও বাংলাদেশে ইইউ প্রতিনিধি দলের প্রধান মাইকেল মিলারের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বৈঠকে দলটির প্রতিনিধিত্ব করেন। এসময় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও যে প্রেক্ষাপটে এনসিপি প্রতিষ্ঠিত হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়া বৈঠকে এনসিপির প্রস্তাবিত সংস্কারসমূহ ও বিচার প্রতিষ্ঠার অঙ্গীকারের কথা তুলে ধরা হয়, বিশেষত জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবাধিকার লঙ্ঘনসহ সাবেক শাসনামলের অন্যান্য গুরুতর অপরাধগুলোর বিচার নিশ্চিতের বিষয়টি গুরুত্ব পায়।

এ সময় ইইউয়ের প্রতিনিধিরা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

টিএইচ