রবিবার, ১৯ মে, ২০২৪
ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

‘ডামি নির্বাচন’ আয়োজনে ভারত সরাসরি হস্তক্ষেপ করছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক

‘ডামি নির্বাচন’ আয়োজনে ভারত সরাসরি হস্তক্ষেপ করছে: রিজভী

বাংলাদেশে ‘ডামি নির্বাচন’ আয়োজন করতে প্রতিবেশী দেশ (ভারত) সরাসরি হস্তক্ষেপ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে তাদের হস্তক্ষেপ করতে বাধ্য করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে ধানমন্ডিতে নির্বাচন বর্জনের আহ্বানে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে এ মন্তব্য করেন তিনি।

তবে এতেও শেষ রক্ষা হবে না উল্লেখ করে রিজভী বলেন, ডামি ও ইমিটেশনের নির্বাচন দেশের জনগণসহ বিশ্ববাসী মেনে নেবে না।

বিএনপি নেতা আরও বলেন, প্রধানমন্ত্রী গতকাল বলেছেন, নির্বাচন নিয়ে দেশে-বিদেশে অনেক ষড়যন্ত্র-চক্রান্ত হচ্ছে। নির্বাচন নিয়ে চক্রান্ত করছেন আপনারা। বাংলাদেশে ডামি প্রতারণার নির্বাচন আয়োজন করতে প্রতিবেশী দেশ সরাসরি হস্তক্ষেপ করছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে তাদের দিয়ে হস্তক্ষেপ করাতে বাধ্য করছেন আপনারা। কিন্তু আপনাদের শেষ রক্ষা হবে না। ডামি ও ইমিটেশনের নির্বাচন দেশের জনগণসহ বিশ্ববাসী মেনে নেবে না।

রিজভী আরও বলেন, জনগণকে ত্যাজ্য করে প্রকৃত ভোটকে বৃদ্ধাঙ্গলি দেখিয়েছে ক্ষমতাসীনরা। দেশের মানুষ এমন প্রতারণার নির্বাচন চায় না। নির্বাচনের নামে কোনো প্রহসন চায় না। নির্বাচনের নামে ইমিটেশন নির্বাচন জনগণ প্রত্যখ্যান করেছে।

টিএইচ