ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন না হলে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “এই সময়সীমা পেরিয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে।”
বুধবার (১৬ এপ্রিল) দুপুর ২টায় প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় প্রায় পৌনে দুই ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল জানান, প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন হওয়ার ইঙ্গিত দিলেও বিএনপি স্পষ্টভাবে জানিয়েছে, তাদের জন্য ‘ডেডলাইন’ ডিসেম্বর।
তিনি বলেন, ‘আমরা ডিসেম্বরেই নির্বাচন চাই। আমরা বলেছি—আমাদের কাট-অফ টাইম ডিসেম্বরে। প্রধান উপদেষ্টা বলেননি যে ডিসেম্বরে নির্বাচন হবে না, তবে সময়সীমা জুন পর্যন্ত বলেছেন। এ নিয়ে আমরা সন্তুষ্ট নই।’
বিএনপি মহাসচিব আরও জানান, নির্বাচনের নির্দিষ্ট রোডম্যাপ না পাওয়ায় তাঁরা বৈঠকে সন্তুষ্ট হননি। তিনি বলেন, ‘বিষয়টি দল ও মিত্রদের সঙ্গে আলোচনা করে আমরা আবার জানাব।’
বৈঠকে বিএনপি প্রতিনিধিদলে আরও ছিলেন—স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
মির্জা ফখরুল জানান, দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা থেকে উত্তরণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। সংস্কার কমিশন গঠনের মতো সরকারপ্রণীত উদ্যোগেও বিএনপি ইতিবাচক ভূমিকা রাখছে বলেও জানান তিনি।
টিএইচ