বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২
The Daily Post

নির্বাচিত সরকারই রাষ্ট্র সংস্কার করবে : সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক

নির্বাচিত সরকারই রাষ্ট্র সংস্কার করবে : সালাহউদ্দিন আহমদ

রাষ্ট্রের কাঠামোগত গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে একটি প্রত্যাশিত রাষ্ট্র গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিজয় র‌্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, "নির্বাচিত সরকারই রাষ্ট্র সংস্কার করবে। আমরা গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে এমন একটি রাষ্ট্র চাই, যেখানে জনগণের অধিকার নিশ্চিত থাকবে।"

বিদেশনীতি প্রসঙ্গে তিনি বলেন, "সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। আমরা বিদেশে বন্ধু চাই, প্রভু নয়। যারা নির্বাচন চায় না, তারা দেশের পক্ষের শক্তি নয়।"

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, "নির্বাচনকে বিলম্বিত করতে স্বৈরাচারী পতিত শক্তি ষড়যন্ত্র করছে। আশা করি, নির্বাচন কমিশন দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবে।"

তিনি আরও বলেন, "আওয়ামী লীগ দেশের মানুষের অধিকারে হস্তক্ষেপ করতে গিয়ে আজ পরাজিত হয়েছে।"

টিএইচ