সোমবার, ১১ আগস্ট, ২০২৫
ঢাকা সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২
The Daily Post

‘নির্বাচিত হলে প্রথম ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে’

নিজস্ব প্রতিবেদক

‘নির্বাচিত হলে প্রথম ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একটি রেস্টুরেন্টের লাইসেন্স নিতে দেশে ১৯টি অনুমতি নিতে হয়। এ অবস্থায় কেউ বিনিয়োগ করতে চাইবে না। বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে হলে সিরিয়াস ডি-রেগুলেশন করতে হবে, তা না হলে অর্থনীতি ভালো হবে না।

রোববার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত সংলাপে তিনি এসব কথা বলেন।

সংলাপের বিষয় ছিল বিদ্যমান চ্যালেঞ্জ উত্তরণে সরকারের নেওয়া পদক্ষেপের সফলতা ও ব্যর্থতা।

আমীর খসরু বলেন, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আবার গণতান্ত্রিক ব্যবস্থার দিকে ফিরে যাচ্ছে। নির্বাচন না হলে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট হবে।

তিনি আরও বলেন, যারা মানিলন্ডারিং করেছে তারা দেশত্যাগ করেছে, আর যারা দেশে আছে তাদের কাছে টাকা নেই, ফলে নতুন করে মানিলন্ডারিং হওয়ার সম্ভাবনা নেই। এজন্যই দেশে মানিলন্ডারিং বন্ধ হয়েছে।

দুর্নীতি দূরীকরণের ক্ষেত্রে সরকারের ডিজিটালাইজেশন ব্যবস্থার ওপর গুরুত্ব দেন বিএনপির এই নেতা।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষের ধৈর্য্য সীমিত। তাই জনগণের ভোটে নির্বাচিত হলে বিএনপি দায়িত্ব নেওয়ার পর থেকে কাজ শুরু করবে। আগামী ১৮ মাসের মধ্যে এক কোটি মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’

টিএইচ