শনিবার, ১৮ মে, ২০২৪
ঢাকা শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

শর্তসাপেক্ষে সোহরাওয়ার্দীতে বিএনপি সমাবেশের অনুমতি পাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শর্তসাপেক্ষে সোহরাওয়ার্দীতে বিএনপি সমাবেশের অনুমতি পাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নয়াপল্টন নয়, শর্তসাপেক্ষে আগামী ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি সমাবেশের অনুমতি পাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তবে বিএনিপর নেতারা বলছেন নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সামনেই সমাবেশ করবেন তারা।

বৃহস্পতিবার (২৪) রাজধানীর সদরঘাটে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

গত মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের কার্যালয়ে গিয়ে মহাসমাবেশ করার অনুমতি চায় বিএনপির একটি প্রতিনিধিদল। ঐদিন ডিএমপি কমিশনার বরাবর বিএনপির পক্ষ থেকে নয়াপল্টনে সমাবেশের অনুমতি চেয়ে লিখিত দরখাস্ত দেওয়া হয়।

ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে বের হয়ে আমানউল্লাহ আমান সাংবাদিকদের বলেন, আমরা আমাদের দফতর থেকে চিঠি দিয়েছি। আমরা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়েছি। এখানে আমরা আগেও সমাবেশ করেছি। আমরা বলেছি, সমাবেশটি হবে শান্তিপূর্ণ।

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, খালেদা জিয়ার মুক্তিসহ নানা দাবিতে দুই মাস ধরেই দেশের বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করে আসছে বিএনপি। ইতোমধ্যে সাতটি বিভাগে সমাবেশ শেষ করেছে দলটি। এরই অংশ হিসেবে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করার কথা বলে আসছে দলটি।

টিএইচ