সোমবার, ২০ মে, ২০২৪
ঢাকা সোমবার, ২০ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

শহীদ আসাদ দিবসে ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক

শহীদ আসাদ দিবসে ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন

শহীদ আসাদ দিবস উপলক্ষে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এবং শাখা ছাত্রলীগের বিভিন্ন ইউনিট।

শুক্রবার (২০) জানুয়ারী সকাল ৮:০০ টায় ঢাকা মেডিকেল কলেজের বহির্বিভাগ সংলগ্ন শহীদ আসাদ সৃতিসৌধে এ শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময়ে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হোসাইন সাদ্দাম বলেন, শহীদ আসাদের এই আত্মত্যাগ স্বৈরশাসন বিরোধী আন্দোলনকে বেগবান করে। তিনি আমাদের গৌরবোজ্জ্বল সংগ্রামের ইতিহাসে দ্রোহ ও স্পর্ধার প্রতিক হয়ে আছেন।

বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান বলেন, বাংলাদেশ ছাত্রলীগ পরিবার জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে কারণ তিনি যে ত্যাগ এবং নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এবং আমরা শহীদ আসাদের রক্ত বৃথা যেতে দেবোনা।

উল্লেখ্য, স্বৈরশাসক আইয়ুব খান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার সহযোগীদের নামে আগরতলা ষড়যন্ত্র মামলা করে বাঙ্গালীর স্বাধীনতার স্বপ্নকে নস্যাৎ করতে চেয়েছিল। সামরিক শাসনের বিরুদ্ধে ২০ জানুয়ারি ছাত্রসমাজের ১১ দফা কর্মসূচির গণ মিছিলে মোহাম্মদ আসাদুজ্জামান রাজপথে নেমেছিলেন। তখন ঢাকা মেডিকেল কলেজের সামনের সড়কে আইয়ুব সরকারের পেটোয়া পুলিশ বাহিনীর গুলিতে তিনি নিহত হন।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি হোসাইন সাদ্দাম এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ এনান।

এবং আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হোসাইন সৈকত এবং ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

টিএইচ