শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
The Daily Post

ক্রিকেটার আল আমিনের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক

ক্রিকেটার আল আমিনের বিচার শুরু

স্ত্রীর করা মামলায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে এ মামলায় আল আমিনের বিচার শুরু হয়েছে।

রোববার (৫ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীন এ অভিযোগ গঠন করেন। একইসঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৯ এপ্রিল দিন ধার্য করেন।

এদিন আল আমিন আদালতে উপস্থিত হন। এ সময় আল আমিনের আইনজীবী তাকে নির্দোষ দাবি করে অব্যাহতি চেয়ে আবেদন করেন।

অন্যদিকে রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত অব্যাহতি আবেদন খারিজ করে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন।

টিএইচ