সোমবার, ২৬ মে, ২০২৫
ঢাকা সোমবার, ২৬ মে, ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
The Daily Post

এলজিইডির আরবান ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প একনেকে অনুমোদিত

নিজস্ব প্রতিবেদক

এলজিইডির আরবান ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প একনেকে অনুমোদিত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় শুরু হওয়া সভা দুপুর সাড়ে ১২টায় শেষ হয়।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরবান ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট (ইউসিআরআইপি) সহ মোট দশটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় ১৯ জন উপদেষ্টা ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জার্মান ডেভেলপমেন্ট ব্যাংক (কেএফডব্লিউ)-এর আওতাধীন ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেড আরবান ডেভেলপমেন্ট (সিসিএইউডি) তৃতীয় পর্যায়ের অংশ হিসেবে ইউসিআরআইপি প্রকল্পের জন্য মোট ৫৯০.৪২ কোটি টাকা ব্যয় অনুমোদিত হয়েছে। এর মধ্যে বাংলাদেশ সরকার ২০৩.৭৫ কোটি টাকা এবং জার্মান উন্নয়ন সহযোগী সংস্থা কেএফডব্লিউ ৩৮৬.৬৭ কোটি টাকা অনুদান হিসেবে দেবে।

স্থানীয় সরকার বিভাগের অধীনস্থ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জুন ২০২৯ সালের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করবে। জার্মান ডেভেলপমেন্ট ব্যাংকের অনুদান বাংলাদেশের নগর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ব্যবহৃত হবে। জলবায়ু অভিযোজিত নগর অবকাঠামো উন্নয়নের মাধ্যমে সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলো জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সক্ষম হবে।

সিসিএইউডি কর্মসূচির প্রথম পর্যায়ে বরিশাল সিটি কর্পোরেশন ও সাতক্ষীরা পৌরসভা প্রকল্পের সহায়তা পেয়েছে। দ্বিতীয় পর্যায়ে খুলনা সিটি কর্পোরেশন এই প্রকল্প থেকে সহযোগিতা পাচ্ছে, আর তৃতীয় পর্যায়ে গাইবান্ধা সদর, ইসলামপুর ও সিরাজগঞ্জ পৌরসভায় ইউসিআরআইপি প্রকল্প বাস্তবায়িত হবে।

প্রকল্পটির মাধ্যমে স্বল্প, মাঝারি ও দীর্ঘমেয়াদে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করে ভবিষ্যতে বন্যা প্রতিরোধে সহায়তা প্রদান করা হবে।

প্রকল্পের প্রাথমিক ডিজাইন ও খসড়া প্রস্তুতকালে এলজিইডির সাবেক প্রকল্প পরিচালক মোঃ নাজমুল হাসান চৌধুরী এবং বর্তমানে ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রজেক্ট (ক্রিম্প)-এর প্রকল্প পরিচালক মো. আব্দুল খালেক ফোকাল পার্সন হিসেবে দায়িত্ব পালন করছেন।

টিএইচ