শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
The Daily Post

দোহারে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার পাঁচ

দোহার (ঢাকা) প্রতিনিধি

দোহারে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার পাঁচ

ঢাকার দোহার উপজেলায় পশ্চিম সুতারপাড়া ও নারিসার পশ্চিম চর এলাকায় ডাকাতির ঘটনায়, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী তাদের আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দুই ডাকাতসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এসময় পুলিশ তাদের কাছে থাকা একটি চাপাতি ও স্বর্ণ জব্দ করে।

দোহার থানার ওসি মো. রেজাউল করিম বুধবার (২৩ এপ্রিল) বিষয়টি গণমাধ্যম নিশ্চিত করেছেন। উল্লেখ্য গত ১৫ এপ্রিল রাতে পশ্চিম সুতারপাড়া এলাকার  শাজাহানের বাড়িতে ও ১৬ এপ্রিল নারিসার পশ্চিম চর এলাকায় গাজী মাহফুজের বাড়িতে ডাকাতি ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তাদের।

গ্রেপ্তাররা হলেন, ফরিদপুরের নগরকান্দা উপজেলার ছাগলকান্দা এলাকার ওমর আলী মাতুব্বর, ফরিদপুরের ভাংগা থানার নাজিরপুর এলাকার মো. আকরাম মাতুব্বর।

এঘটনায় আরও গ্রেপ্তার করা হয়, ওমর আলীর স্ত্রী রাবেয়া বেগম, ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিনোকদিয়া এলাকার গোপাল পাল স্বর্ণ ব্যবসায়ী খোরশেদ মাতুব্বরের স্ত্রী কমেলা বেগম। পুলিশের দাবি, গ্রেপ্তারদের নামে ডাকাতির একাধিক মামলা রয়েছে। তারা পশ্চিম সুতারপাড়া ও নারিসার পশ্চিম চর এলাকায় ডাকাতির ঘটনায় জড়িত।

দোহার থানার ওসি মো. রেজাউল করিম বলেন, তাদের নামে একাধিক ডাকাতির মামলা রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

টিএইচ