রবিবার, ০৩ আগস্ট, ২০২৫
ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২
The Daily Post

সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন: ব্যবসায়ীরা বলছেন ‘বিপুল ক্ষতি হতে পারে’

নিজস্ব প্রতিবেদক

সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন: ব্যবসায়ীরা বলছেন ‘বিপুল ক্ষতি হতে পারে’

রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

শনিবার সকাল ১০টার দিকে মার্কেটের পঞ্চম তলায় একটি ইলেকট্রনিক্স পণ্যের দোকানে আগুন লাগে। মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। সকাল ১১টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ১০টায় আগুন লাগার খবর পেয়ে প্রথম ইউনিট ১০টা ৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরও ১০টি ইউনিট সেখানে যোগ দেয়।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

এদিকে, ঘটনাস্থলে থাকা ব্যবসায়ীরা জানিয়েছেন, যেখানে আগুন লেগেছে সেখানে ইলেকট্রনিক্স পণ্যের দোকান রয়েছে। আগুনের ভয়াবহতায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তারা।

টিএইচ