শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
The Daily Post

৩১ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক

৩১ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন অভিবাসননীতির আওতায় চলতি বছরের ফেব্রুয়ারি থেকে বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত কয়েক ধাপে ৩১ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে।  

পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত ফেরত পাঠানো ৩১ জন বাংলাদেশির মধ্যে ৩০ জন পুরুষ এবং একজন নারী। তারা কেউ কেউ অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন, আবার কেউ কেউ মামলায় দণ্ডপ্রাপ্ত ছিলেন।

জানা গেছে, নির্বাসিত বাংলাদেশিদের বেশিরভাগকে নিয়মিত বাণিজ্যিক বা ভাড়া করা বিশেষ চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে দেশে পাঠানো হয়েছে। তবে তিনজনকে বিশেষ নিরাপত্তায় মার্কিন কর্মকর্তারা সরাসরি ঢাকায় পৌঁছে দিয়েছেন। গত শনিবার একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে পাঁচজন বাংলাদেশিকে ঢাকায় ফেরত আনা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এসব ফেরত পাঠানোর আগে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারকে তালিকা পাঠিয়ে অনুমতি নেয়।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, মার্কিন ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) ইতিমধ্যে বৈধ কাগজপত্রহীন ৪০০ থেকে ৫০০ বাংলাদেশিকে আটক ও ফেরত পাঠানোর জন্য শনাক্ত করেছে। মার্চের প্রথম সপ্তাহ থেকে সীমিতসংখ্যক বাংলাদেশিকে ফেরত পাঠানো শুরু করেছে।

টিএইচ