মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২
The Daily Post

কালিয়ায় ফেসবুকে গৃহবধূর অশ্লীল ছবি শেয়ার দুজন গ্রেপ্তার 

কালিয়া (নড়াইল) প্রতিনিধি 

কালিয়ায় ফেসবুকে গৃহবধূর অশ্লীল ছবি শেয়ার দুজন গ্রেপ্তার 

নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের যাদবপুর গ্রামে প্রবাসীর স্ত্রীর অশ্লীল ছবি ফেসবুকে দুটি ভুয়া আইডিতে পোস্ট করার অভিযোগে করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গত রোববার রাতে পাঁচগ্রাম ইউনিয়ন যুবলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক খায়রুজ্জামান ডালিম ও রাসেল মোল্যাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে ওইদিন কালিয়া থানায় পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। সোমবার (১৫ জুলাই) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, মামলার আসামিরা এডিট করে গৃহবধূর অশ্লীল ছবি ফেসবুকে পোস্ট করে। দুটি ভুয়া আইডি খুলে প্রতিনিয়ত আজেবাজে, নোংরা ও কূরুচিপূর্ণ ক্যাপশন দিয়ে ছবি পোস্ট করতে থাকে। এ পরিস্থিতিতে প্রবাসীর স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়েন। 

কালিয়া থানার ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন, দুটি ফেসবুক আইডির সূত্র ধরে দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।          

টিএইচ