বুধবার, ০৯ জুলাই, ২০২৫
ঢাকা বুধবার, ০৯ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
The Daily Post

কিশোরগঞ্জে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

চাকরির গ্রেড উন্নয়ন ও পদমর্যাদা সংশোধনের দাবিতে ৬ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৩ ঘণ্টা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন কিশোরগঞ্জের স্বাস্থ্য সহকারীরা।

মঙ্গলবার (৮ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কিশোরগঞ্জ জেলা শাখা।

এতে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মুয়েদ সিদ্দিকী, সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ, সাংগঠনিক সম্পাদক, আতাউর রহমান, দপ্তর সম্পাদক হবিকুল হাসান, বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কিশোরগঞ্জ জেলা শাখার উপদেষ্টা জাহাঙ্গীর কবির চৌধুরী, সাবেক কেন্দ্রীয় উপদেষ্টা আব্দুর রহমান রুমী, স্বাস্থ্য সহকারী মাছুম আহাম্মদ, রেজওয়ান মিয়াসহ আরও অনেকে।

এসময় বক্তারা বলেন, দেশের টিকাদান কর্মসূচির সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান স্বাস্থ্য সহকারীদের। অথচ এই গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে তাদের দেওয়া হয়েছে ১৬তম গ্রেড। এক দশকের বেশি সময় চাকরিতে থেকেও গ্রেডের উন্নয়ন হয় না।

যারা প্রকৃত টেকনিক্যাল কাজ করেন, তাদের পদের মর্যাদা দেয়া হয়েছে নন-টেকনিক্যাল হিসেবে। এটা বড় ধরনের বৈষম্য। তারা আরও বলেন, আমাদের যৌক্তিক দাবি মানা না হলে আন্দোলন চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না বলে হুঁশিয়ারি দেন তারা।

টিএইচ