কুড়িগ্রামের ঐতিহ্যবাহী চিলমারী নদীবন্দর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।
রোববার (১২ ফেব্রুয়ারি) চিলমারী নদীবন্দর পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, আশ্রয়ণ-২প্রকল্পের মহাপরিচালক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান, রংপুর বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, জেলা পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রুকুনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, চিলমারী মডেল থানার ওসি মো. আতিকুর রহমান প্রমুখ। পরিদর্শন শেষে তিনি রৌমারীর উদ্দেশ্যে রওনা করেন।
এরপর তিনি বিকেলে রংপুর বিভাগের জেলা প্রশাসকদের সাথে মতবিনিময় করবেন বলে জানা গেছে।
টিএইচ