মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২
The Daily Post

কুড়িগ্রামে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

কুড়িগ্রামে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

“ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার সকালে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মো. মোদাব্বির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস এবং অতিরিক্ত জেলা প্রশাসক কুদরত-ই-খুদা।

এ সময় পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্যপ্রযুক্তির এই যুগে সচেতনতা বাড়িয়ে প্রত্যেক পরিবারকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে হবে। পাশাপাশি যুবসমাজের ক্ষমতায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

টিএইচ