খাগড়াছড়ির ভাইবোনছড়ায় ত্রিপুরা কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্যারিস রোডে রাবি ও রুয়েটের উপজাতি শিক্ষার্থীরা এই বিক্ষোভ সমাবেশ করেন। এসময় তারা, আছিয়া থেকে চিংমা; খুন ধর্ষণ আর না, জম্মু নারীর প্রতি; সহিংসতা বন্ধ কর, উন্নয়ন ও পর্যটনের নামে ভূমি দখল; বন্ধ চাই করতে হবে, অবিলম্বে পার্বত্য চুক্তি; বাস্তবায়ন করতে হবে।
এমন সব স্লোগান দেন। এছাড়াও তারা ‘আদিবাসী নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত কর, নারীর ওপর নিপীড়ন বন্ধ কর’্তসহ বিভিন্ন ব্যানার, ফেস্টুন হাতে প্রতিবাদ জানান।
বিক্ষোভ সমাবেশে বিচারের দাবি জানিয়ে রাবি শিক্ষার্থী শ্যামল জম্মু বলেন, ‘আমরা এই সংঘবদ্ধ ধর্ষণের তীব্র নিন্দা জানাই। আমরা এর আগেও বারবার দেখেছি পাহাড়িদের ধর্ষণ ও হামলা হলেও প্রশাসন তেমন কোনো ব্যবস্থা নেন না। এমনকি হামলার প্রতিবাদ করতে গেলেও আমরা আবার হামলার শিকার হই। আমরাও তো স্বাধীনতা যুদ্ধে গিয়েছিলাম, তারপরও আমাদের সাথে এত বৈষম্য কেন? আমরা চিংমার ধর্ষণ ও খুনসহ সব ঘটনার প্রতিবাদ জানাই।
এর আগে ১৬ জুলাই রথযাত্রা চলাকালীন সময়ে ভাইবোনছড়ায় মেলায় অংশ নিয়ে ফেরার পথে এক ত্রিপুরা কিশোরী তার কাকার বাড়িতে রাতযাপন করেন। সেখানেই রাতের অন্ধকারে চারজন যুবক ওই বাড়িতে ঢুকে ‘অবৈধ শারীরিক সম্পর্ক’ চলছে এমন মিথ্যা অভিযোগ তুলে কাকার ছেলেকে বেঁধে রেখে তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে বলে জানা যায়।
টিএইচ