শনিবার, ১০ মে, ২০২৫
ঢাকা শনিবার, ১০ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২
The Daily Post

খাগড়াছড়িতে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির বর্ষপূর্তির উদ্বোধন 

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির বর্ষপূর্তির উদ্বোধন 

ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২৬তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগ বিনামূল্যে চিকিৎসা সেবা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও রোড শোর উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী। 

শুক্রবার (১ ডিসেম্বর) খাগড়াছড়ি সরকারি গণগ্রন্থাগারে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও অফিসার্স ক্লাব মিলনায়তনে বিনামূল্যে চিকিৎসাসেবার আয়োজন করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে ভ্রাম্যমাণ সংগীত পরিবেশন ও র্যালি বের হয়। 

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।

এসময় খাগড়াছড়ি পার্বত্য  জেলা পরিষদের সদস্য নীলোৎপল খীসা, ক্যাজুরী মারমা, সমাজসেবা ভারপ্রাপ্ত উপ-পরিচালক জসিম উদ্দিন জেলা প্রতিবন্ধী অফিসার শাহজাহান, 
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল্লাহ, আধুনিক জেলা সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রিপল বাপ্পী চাকমা, ডা. পুনর্জীবন চাকমা, ডা.নয়ন ময় ত্রিপুরাসহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

আজ পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৬ বছর পূর্তি উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম চুক্তি (শান্তি চুক্তি) একটি ঐতিহাসিক অর্জন’ হিসেবে তুলে ধরে ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হবে।

খাগড়াছড়ি স্বাস্থ্যবিভাগের মেডিসিন বিভাগ, হূদরোগ বিভাগ, শিশু বিভাগ, স্ত্রী ও প্রসূতি বিভাগ, অর্থোপেডিক বিভাগে চিকিৎসাসেবা প্রদান করার পর অসহায় দুস্থদের মাঝে ফ্রি ওষুধ বিতরণ করা হয়। পরে জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু খাগড়াছড়ি শিল্পকলা একাডেমির প্রাঙ্গনে ঐতিহাসিক শান্তি চুক্তি ২৬ বর্ষপূর্তি উপলক্ষ্যে রোড শোর উদ্বোধন করেন।

টিএইচ