পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের সদিরাজপুর আনিসমোড় থেকে সদিরাজপুর গুচ্ছগ্রাম পর্যন্ত চলাচলের একমাত্র ২ কিলোমিটারের সড়ক, জরাজীর্ণ, খানাখন্দে ভরা সড়কটি সংস্কারের মাধ্যমে পাকাকরণ এবং যানবাহন চলাচলের উপযোগী করার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে গ্রামবাসী।
শুক্রবার (১৮ জুলাই) মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে কাদাযুক্ত কাঁচা সড়কটি সংস্কার করে পাকাকরণের মাধ্যমে যানবাহন চলাচলের উপযোগী করে তৈরির আহ্বান জানান। এই রাস্তায় প্রতিদিন স্কুল, কলেজ ও অফিসগামী যাতায়াতকারীদের পড়তে হয় বিপদে।
৪টি গ্রামের কয়েক হাজার মানুষের এই কাদাযুক্ত ভাঙা রাস্তা পেরিয়ে প্রতিদিন যেতে হচ্ছে গন্তব্যে। প্রায় প্রতিদিন কেউ না কেউ এই রাস্তায় পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছে।
শিক্ষার্থীরা ও গ্রামবাসীরা বলেন, প্রচণ্ড বৃষ্টির ফলে কাঁচা সড়কটির বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়ে কাঁদাপানি জমে গেছে। এর ফলে প্রতিদিন কাঁদাপানি পাড়ি দিয়ে বিদ্যালয়ে যেতে হচ্ছে। সড়কটিতে চলাচলের অনুপযোগী হওয়ায় আমরা স্কুল শিক্ষার্থীদের যাতায়াতে খুব কষ্ট হচ্ছে।
টিএইচ