মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
The Daily Post

চুয়াডাঙ্গা চোর চক্রের ৪ সদস্য আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা চোর চক্রের ৪ সদস্য আটক

মুসল্লি সেজে মসজিদে নামাজ পড়ে ইজিবাইক চোর চক্রের ৪ সদস্যসহ ইজিবাইক ও ইজিবাইকের অংশবিশেষ উদ্ধার করেছে চুয়াডাঙ্গা পুলিশ। সোমবার (১৭ এপ্রিল) চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে এতথ্য জানান চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। 

গত পরশু খুলনা বিভাগের দশটি জেলার মধ্যে অপরাধ দমনসহ আইন-শৃঙ্খলা নানা আইন-শৃঙ্খলা কাজে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শ্রেষ্ঠ সার্কেল ও শ্রেষ্ঠ থানার খেতাব পাওয়া পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের দিকনির্দেশনায় চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহাব্বুর রহমান কাজলের দুরন্ত অভিযানে তারা সফল অভিযান সম্পন্ন করেছেন বলে মন্তব্য করেছেন প্রেস ব্রিফিংয়ে উপস্থিত অন্য পুলিশ কর্মকর্তারা।

চুয়াডাঙ্গা সদর থানার এজাহার ও গোপন তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা পুলিশ চুয়াডাঙ্গাসহ পার্শ্ববর্তী কুষ্টিয়া জেলার বিভিন্ন জায়গায় চিরুনি অভিযান চালায়। গ্রেপ্তার আসামিরা হলেন চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার বকশিপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মো. সালেদুজ্জামান সালেদ (২২), রাজবাড়ী জেলার পাংশা থানার হাবাসপুর গ্রামের মৃত আব্দুল শেখ মো. শাহিন হোসেন (২৫), কুষ্টিয়ার কাটায় খালি মোড়ের আব্দুল মালেকের ছেলে, মো. হেলাল (৩৪) ও গাংপাড়াদির খালপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে সিজান আহমেদ (২৮)।

সদর থানার ওসি মাহাব্বুর রহমান কাজল দৈনিক আমার সংবাদ কে বলেন গ্রেপ্তার আসামিদের থানা হেফাজতে রাখা হয়েছে। তাদেরকে  চোরাই ও জব্দকৃত মালামালসহ আদালতে সোপর্দ করার কাজটি প্রক্রিয়াধীন আছে। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন, অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানাসহ অভিযানে অংশগ্রহণকারী চৌকস পুলিশ সদস্যরা।

টিএইচ