শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
The Daily Post

টুঙ্গিপাড়ায় জেলেদের মধ্যে বকনা বাছুর বিতরণ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

টুঙ্গিপাড়ায় জেলেদের মধ্যে বকনা বাছুর বিতরণ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দেশি মাছের প্রজনন রক্ষার্থে ও জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) মৎস্য দপ্তরের বাস্তবায়নে দেশি প্রজাতির মাছ, শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বাছাইকৃত ৭০ জন জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়।

ইউএনও মো. মঈনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রকল্পের পরিচালক মোহাম্মদ খালিদুজ্জামান, গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, সিনিয়র সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, মনিরুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

ইউএনও মো. মঈনুল হক বলেন, অনেক জেলেরা চায়না দুয়ারী, ম্যাজিক জাল ও কেমিক্যাল ব্যবহার করে মাছ ধরে দেশি মাছের প্রজনন ধ্বংস করে চলেছেন। তাই দেশি মাছ রক্ষার্থে বাছাইকৃত জেলেদের বিকল্প কর্মসংস্থানের সৃষ্টি লক্ষ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

এরপরেও যদি এসব জেলেরা দেশি মাছ ধ্বংস করে বা বকনা বাছুর বিক্রি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। দেশি মাছ রক্ষার্থে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

টিএইচ