জামালপুর সদর উপজেলার দিকপাইত ইউনিয়নে অভিযান পরিচালনা করে ৮০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে যৌথবাহিনী। এসময় নারীসহ তিনজনকে আটক করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে উপজেলার দিকপাইত ইউনিয়নের হাঁটু ভাঙা গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- ওই গ্রামের বালাই, তার স্ত্রী মাধবী ও শাকিল। তারা সবাই এই মাদক কারবারের সঙ্গে জড়িত।
জামালপুর থানার উপ-পরিদর্শক মো. মোহেব্বুল্লাহ জানান, গত রাতে গোপনে সংবাদের ভিত্তিতে দিকপাইত ইউনিয়নের হাঁটু ভাঙা গ্রামে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী।
এসময় ৮০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এছাড়া এক নারীসহ তিনজনকে আটক করা হয়। তারা সবাই এই মাদক বিক্রির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে আদালতের পাঠানো হবে বলে জানায় পুলিশ।
টিএইচ