ময়মনসিংহ নগরীকে একটি সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. এম. এ. হান্নান খান। তিনি নগরীর সব সচেতন নাগরিককে বৃক্ষরোপণ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের এবং অন্যদের উৎসাহিত করার আহ্বান জানান।
বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুপ্রেরণায় চলমান ‘গ্রিন ময়মনসিংহ ক্যাম্পেইন’-এর অংশ হিসেবে নগরীর বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়।
এই কর্মসূচির অধীনে নগরীর ১৭, ১৮ ও ১৯নং ওয়ার্ডের বাঘমারা মেডিকেল হোস্টেল ও পার্শ্ববর্তী এলাকা, কৃষ্টপুর দক্ষিণ পাড়া, কৃষ্টপুর প্রাইমারি স্কুল এবং ভাটিকাশর মিশন স্কুল মোড়সহ বিভিন্ন ফাঁকা জায়গায় গাছ লাগানো ও বিতরণ করা হয়।
অ্যাড. এম. এ. হান্নান খানের নেতৃত্বে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোরশেদ আলী, জিয়া পরিষদের আব্দুর রউফ, শ্রমিক দলের জিল্লু এবং মহানগর ছাত্রদলের ইমন। এছাড়াও ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদলের পক্ষ থেকে মাঈনুল হাসান, আকিফ তানজিম, নূর এ জাওয়াত রুতাব, তাহলিন ইসলাম তিহাম এবং গ্রিন ময়মনসিংহ ক্যাম্পেইনের সদস্য রাফায়েত খান, মারুফ, তানবীর, শিশির, আকিব, ইলহাম, সন্ধি ও রাতুলসহ অন্য নেতারা ও কর্মীরাও এই কার্যক্রমে অংশগ্রহণ করেন।
এই উদ্যোগের মাধ্যমে ময়মনসিংহ নগরীকে একটি সবুজ বনায়নে রূপান্তরিত করার উপর জোর দেয়া হয়, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করবে।
টিএইচ