শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
ঢাকা শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২
The Daily Post

ডামুড্যায় শিক্ষার মানোন্নয়নে ইউএনওর মতবিনিময়

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি 

ডামুড্যায় শিক্ষার মানোন্নয়নে ইউএনওর মতবিনিময়

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে উপজেলা মাধ্যমিক পর্যায়ের স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ডামুড্যা ইউএনও নাসরিন বেগম সেতু ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইউএনওর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুকের সঞ্চালনায় সভায় শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষকদের কথা শুনেন এবং বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন ইউএনও নাসরিন বেগম সেতু ।

এসময় উপস্থিত ছিলেন, ডামুড্যা উপজেলা মাধ্যমিক একাডেমি সুপার ভাইজার ফরহাদ হোসেন, ডামুড্যা কামিল মাদ্রাসার সুপার তসলিম উদ্দিন, ডামুড্যা সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিদ খান,কনেশ্বর এস.সি এডওয়ার্ড ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন মাঝিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।

সভাপতির বক্তব্যে  ইউএনও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রধান শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। সভায় অংশগ্রহণকারীরা শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ প্রদান করেন এবং বিদ্যালয়গুলোর অবকাঠামোগত সমস্যা, শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি ও প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত শিক্ষকরা শিক্ষার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন এবং শিক্ষার্থীদের মানোন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান।

টিএইচ