সুনামগঞ্জের তাহিরপুরে খাল সাঁতরে বাড়ি ফেরার পথে স্রোতের টানে ভেসে গিয়ে নিখোঁজের ১৮ ঘণ্টা পর চিত্ত রঞ্জন দাস টুনুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি তাহিরপুর সদর ইউনিয়নের সূর্যেরগাঁও গ্রামের সুনিল দাসের ছেলে।
রোববার (১০ আগস্ট) ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তাঁকে উদ্ধার করতে সক্ষম হোন। এর আগে গত শনিবার রাতে তাহিরপুর থানা ব্রিজ সংলগ্ন রতনশ্রী গ্রামের খাল সাঁতরে বাড়ি ফেরার পথে স্রোতের টানে পানিতে ডুবে গিয়ে ওই ব্যক্তি নিখোঁজ হোন।
তাহিরপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোহাম্মদ ফরিদ বলেন, ৭ ঘণ্টা খোঁজাখুঁজির পর খালের অদূরে ডুবন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পানিতে ডুবে নিখোঁজ হওয়া ব্যক্তিকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন।
টিএইচ