কোনো কারণ ছাড়াই দাম বৃদ্ধি পাওয়ায় দিনাজপুরে চালের বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও খাদ্য অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে চালের দাম বৃদ্ধির সঠিক কারণ বলতে না পারায় তিনজন ব্যবসায়ীর ৫ হাজার ৫০০ টাকা করে জরিমানা করা হয়।
জানা যায়, কোনো কারণ ছাড়াই দিনাজপুরে চালের দাম বৃদ্ধি পায়। সে কারণে দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও খাদ্য অধিদপ্তর যৌথভাবে বাহাদুর বাজারে চালের বাজারে এ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালীন সময় চালের দাম বৃদ্ধি ও মূল্য-তালিকা না টাঙানো না থাকায় তিন ব্যবসায়ীর জরিমানা করা হয়। তিন ব্যবসায়ীর মধ্যে মেসার্স সুমন ব্রাদার্স, মেসার্স রাকিব ট্রেডার্স এবং মেসার্স রিপা, দোলা, মৌ, ইভা চাল ঘরকে এ জরিমানা করা হয়।
দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালন মো. বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আকষ্মিক চালের দাম বৃদ্ধি পাওয়ায় চালের বাজারে মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে।
টিএইচ