সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
The Daily Post

নওগাঁয় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের হেনস্তার অভিযোগে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের হেনস্তার অভিযোগে মানববন্ধন

নওগাঁয় এক স্কুলশিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের বিভিন্নভাবে হেনস্তার অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক হলেন আত্রাই উপজেলার বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) দিলীপ কুমার মন্ডল।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিদ্যালয়ের সামনে ওই শিক্ষকের অপসারণ ও শাস্তির দাবিতে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বিদ্যালয়টির শিক্ষার্থীরা, অভিভাবক আনোয়ার হোসেন তরফদার, আকরাম হোসেন, অহিদুর রহমান, মহসিন আলী বাদল, লুৎফর রহমানসহ অন্যান্যরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক দিলীপ কুমার মন্ডল ক্লাস চলাকালে ছাত্রীদের বিভিন্নভাবে হেনস্তা করতেন। অশালীন ও অশোভন আচরণ, তাদের শরীর স্পর্শ ও শারীরিক বিষয় নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এই বিষয়ে ওই প্রধান শিক্ষক্ষকে বলা হলেও তার আচরণ পরিবর্তন করেননি। এজন্য দ্রুত ওই শিক্ষককে অপসারণ ও শাস্তির দাবি জানান তারা।

মানববন্ধনে অভিভাবক আনোয়ার হোসেন তরফদার, আকরাম হোসেন বলেন, এই বিদ্যালয়টি এই ঐতিহ্যবাহী বিদ্যালয়। প্রধান শিক্ষকের এমন কর্মকাণ্ডের বিষয়ে প্রশাসনকে বারবার বলা হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি নাই। 

এতে বিদ্যালয়টির সুনাম ক্ষুন্নর পাশাপাশি শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। আমরা একজন শিক্ষকের কাছ থেকে এমন আচরণ কামনা করি না। অনতিবিলম্বে অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় তারা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক দিলীপ কুমার মন্ডল বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও চক্রান্তমূলক।

টিএইচ