বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৩১ চৈত্র ১৪৩২
The Daily Post

নেত্রকোণায় বিট পুলিশের সচেতনতামূলক মতবিনিময়

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণায় বিট পুলিশের সচেতনতামূলক মতবিনিময়

নেত্রকোণায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, কিশোর অপরাধ, সাইবার ক্রাইম, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্যবিয়েমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ মে) নেত্রকোণা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ড নিয়ে গঠিত ১৩ নং বিট পুলিশীং কার্যক্রমের আওতায় নেত্রকোণা মডেল থানা এই মতবিনিময় সভার আয়োজন করে।

নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহ নেওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাবেক ১নং সিনিয়র সহ সভাপতি নেত্রকোণা পৌরসভার মেয়র পদে ধানের শীষের নমিনি আব্দুল্লাহ আল মামুন খান রনি, নেত্রকোণা সরকারি কলেজছাত্র সংসদের সাবেক ভিপি মাহবুবুল গাফফার ঠাকুর তোলন, সাবেক (এ জি এস) হাসনাত হাসান সৈকত, জেলা বিএনপির সদস্য কাওসার আহমেদ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহনুর কবীর মুন্না, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ময়মনসিংহ বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক বাবু শ্যামল ভৌমিকসহ শিক্ষার্থীরা।

টিএইচ