বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২
The Daily Post

নড়াইলে আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের হামলায় একজন নিহত

নড়াইল প্রতিনিধি

নড়াইলে আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের হামলায় একজন নিহত

নড়াইলের নড়াগাতিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আকরাম শেখ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। বুধবার ১২ মার্চ রাতে নড়াগাতি থানার জয়নগর বাজারে এ ঘটনা ঘটে।

নড়াগাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফুল ইসলাম জানান, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে আনসার জমাদারের সাথে পিরু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে জয়নগর বাজারে আনসার জমাদারের নেতৃত্বে তার সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে পিরু মিয়ার সমর্থকদের ওপর হামলা চালায়।

এতে আকরাম শেখসহ দুইজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক ডা. ইব্রাহিম মোল্লা তাকে মৃত ঘোষণা করেন। নিহত আকরাম মোল্যা নড়াইল জেলার নড়াগাতি থানার চর শুকতাইল গ্রামের হেকমত শেখের ছেলে।

টিএইচ