কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা আ.লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ছয় নেতাকে গ্রেপ্তার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। গত বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার সুখিয়া ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, নারান্দী ইউনিয়নের ওয়ার্ড আ.লীগের সভাপতি মো. কাজল মিয়া, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া, এগারসিন্দুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. কাউছার মেম্বার, এগারসিন্দুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. মাহমুদ হাসান মাছুম ও জাঙ্গালীয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী আব্দুর রহমান পিয়েল। পুলিশ জানায়, গ্রেপ্তারদের হত্যাচেষ্টা ও নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পাকুন্দিয়া থানার ওসি মো. সাখাওয়াৎ হোসেন জানান, গত বছরের ২০ জুলাই ও ৪ আগস্ট পাকুন্দিয়া সদর বাজারে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত ও আহতদের পক্ষ থেকে থানায় দুটি মামলা হয়েছে। ওই মামলায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
টিএইচ