বরিশাল নগরীর ১৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মাইনুল ইসলাম রানা ওরফে কইতর রানাকে ১৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাতে নগরীর বিএম স্কুল সংলগ্ন নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (১৯ মে) এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব-ইন্সপেক্টর (এসআই) আব্দুল মজিদ।
এসআই আব্দুল মজিদ বলেন, মাদক বিক্রির খবরে অভিযান চালিয়ে রানাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় বাদী হয়ে মামলা করেছি। রানা এর আগেও মাদকসহ ৫-৬ বার আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন, গত বছরের ৫ আগস্ট আ.লীগ সরকারের পতনের পর রানা বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়কের পরিচয় ব্যবহার করে মাদক বাণিজ্য পরিচালনা করছে। তিনি এক যুগের বেশি সময় ধরে মাদক বিক্রি করছে বলে।
টিএইচ