শনিবার, ১৯ জুলাই, ২০২৫
ঢাকা শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
The Daily Post

বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ

শরীয়তপুর প্রতিনিধি

বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ

শরীয়তপুর-চাঁদপুর রুটের ভেদরগঞ্জের নরসিংহপুর ফেরিঘাটের ইজারা নিয়ে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে প্রায় ১৩ ঘণ্টা ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (১৮ জুলাই) ভোর ৩ টা থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় ফেরি পারাপারের অপেক্ষায় নরসিংহপুর ঘাট এলাকায় অন্তত তিন শতাধিক যানবাহন আটকা পড়েছে।

স্থানীয় ও ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শরীয়তপুর-চাঁদপুর রুটের নরসিংহপুর ফেরিঘাটের ইজারা নিয়ে জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মমিন দিদার ও সখিপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইউসুফ জিসান বালার বিরোধ চলে আসছিলো।

এরই জের ধরে শুক্রবার ভোরে একটি পক্ষের ঘাটের ইজারা উঠানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এতে এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এখন পর্যন্ত ঘাটে ফেরি পারাপারের অপেক্ষায় ট্রাক, বাস ও ব্যক্তিগত তিন শতাধিক গাড়ি আটকা পড়েছে।

ভোগান্তির বিষয় মৃধা কান্দি এলাকায় দুপুর ২ টার দিকে কথা হয় ট্রাকচালক নজরুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, বৃহস্পতিবার সকালে কাঁচামাল নিয়ে রওনা দিয়েছিলাম। শুক্রবার ভোর ৩ টার দিকে  ঘাটে এসে দেখি রাস্তা বন্ধ, কোনো ফেরি চলছে না। ১১ ঘণ্টা হয়ে গেল, বসে আছি গরমে।

খাওয়া নেই, বিশ্রামের জায়গা নেই। মাল পচে গেলে কোম্পানি টাকা কেটে রাখবে, কিন্তু দোষ তো আমার না। এই দায় কে নিবে? আমাদের দাবি দ্রুত সমস্যা সমাধান করে আমাদের পারাপার করার ব্যবস্থা করুক।

বরিশাল থেকে গরু নিয়ে টেকনাফের উদ্দেশ্যে রওনা করছেন রুবেল মিয়া। শুক্রবার দুপুরে বালার বাজার ব্রিজের উপরে কথা হয় তার সঙ্গে। তিনি বলেন,ঘাটে আসার পর শুনি ইজারা নিয়ে ঝামেলায় ঘাট বন্ধ। কারা ইজারা পাবে, কে চালাবে, তাতে তো আমার কিছু আসে যায় না। কিন্তু ভোগান্তি আমাদেরই হচ্ছে। ট্রাকে ২৫টি গরু আছে।

এরইমধ্যে দুটি গরু অসুস্থ হয়ে গেছে। এখানে গরুর খাবার তো দুরের কথা নিজেরাই ১০ ঘণ্টা ধরে খাবার পাচ্ছি না। এই গরু সময়মতো না পৌঁছালে অনেক ক্ষতি হবে। এখন শুধু চাই দ্রুত ফেরি চালু হোক।

এবিষয়ে ইজারাদার মাইদুল ইউসুফ জিসান বালা বলেন, সরকার এক বছরের জন্য আমাকে ঘাট ইজারা দিয়েছে। কিন্তু প্রাক্তন ইজারাদার মমিন দিদার ইজারার জন্য আপিল করেছে। তিনি নাকি উচ্চ আদালত থেকে ইজারার পক্ষে রায় পেয়েছেন।

তবে আদালত থেকে আমি কোনো কাগজ হাতে পাইনি। যেহেতু এক বছর পূর্ণ হয়নি, সেহেতু আমিইতো ইজারাদার। আর যদি রায় পেয়েও থাকে তাহলে বিআইডিব্লিউটিসি এবিষয়ে ব্যবস্থা নেবে, মমিন দিদারতো নিতে পারে না। তিনি এখন গাড়ি বন্ধ করে তার লোকজন নিয়ে চাঁদাবাজি করছে। এই বিষয় নিয়েই ঝামেলা চলছে।

বিষয়টি নিয়ে সাবেক ইজারাদার মমিন দিদার বলেন, গত বৃহস্পতিবার উচ্চ আদালত থেকে আমি ইজারাদার হিসেবে রায় পেয়েছি। পরে আমার লোকজন ফেরিঘাটে কাজ করছে। কিন্তু জিসান বালা বিভিন্নভাবে বাঁধা প্রদান করছেন। এই রুটের গাড়িগুলো উলটো পথে ফিরিয়ে দিচ্ছে।

এ ব্যাপারে সখিপুর থানার ওসি ওবায়দুল হক বলেন, ঘাট এলাকায় ইজারা সংক্রান্ত বিষয় নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘাটে পণ্যবাহী ট্রাক চলাচল স্বাভাবিক করতে আমরা কাজ করছি।

নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, ইজারা উঠানোকে কেন্দ্র করে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়ে যাত্রী ও চালকরা ভোগান্তির শিকার হচ্ছে। আমরা বিষয়টি প্রশাসনকে অবগত করেছি। দ্রুত সময়ের মধ্যে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

টিএইচ