শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
ঢাকা শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২
The Daily Post

মধুখালীতে হয় পুলিশ থাকবে, না হয় মাদক থাকবে : পুলিশ সুপার

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

মধুখালীতে হয় পুলিশ থাকবে, না হয় মাদক থাকবে : পুলিশ সুপার

ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল বলেছেন, মধুখালী থানায় পুলিশ আছে, থাকবে তবে মাদক থাকবে না। এক পর্যায়ে তিনি বলেন, মধুখালীতে হয় পুলিশ থাকবে, না হয় মাদক থাকবে। এক সঙ্গে দুটি জিনিস থাকবে না। মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স।

মাদককে নিয়ন্ত্রণ করতে সরকারের আরও একটি বিভাগ রয়েছে, সেটি হলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সে বিভাগটিও মাদককে নিয়ন্ত্রণ করতে কাজ করে থাকে। মাদক নির্মূল করতে সবার সহযোগিতা প্রয়োজন। হতে পারে সেটি তথ্য দিয়ে না হয় সামাজিক প্রতিরোধ গড়ে তুলে। প্রয়োজন মাদকের সঙ্গে জড়িতদের সামাজিকভাবে বয়কট করতে হবে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) মধুখালী থানা চত্বরে পুলিশের আয়োজনে ‘পুলিশকে সহায়তা করি- মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি, ইভটিজিংও বাল্যবিয়েমুক্ত দেশ গড়ি’ স্লোগান নিয়ে ওপেন হাউজ ডে উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।

মধুখালী থানার ওসি এস.এম নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক গোলাম মোস্তফা বাকী মোল্যা, উপজেলা জামায়াতে আমির মাওলানা আলিমুজ্জামান, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আবুল কাশেম আবুল, আব্দুল আলিম মানিক, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মেহেদী হাসান মন্নুসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যরা ও রাজনৈতিক নেতারা। ওপেন হাউজ ডে অনুষ্ঠানটিতে বক্তারা ওপেন কথা, অভিযোগ, মনের অনুভূতি ব্যক্ত করেন এবং পুলিশ সুপার সমাধানের আশ্বাস দেন।

টিএইচ