রাজবাড়ীর গোয়ালন্দে মালয়েশিয়া প্রবাসী আল-আমিন হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। র্যাব-১০ সূত্রে জানা গেছে, গত ২৫ প্রবাসী আল-আমিন বিয়ের উদ্দেশ্যে মেয়ে দেখতে বাড়ি থেকে বের হন।
কিন্তু গোয়ালন্দঘাট থানাধীন রাখালগাছি এলাকায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে আল-আমিনের কাছে মাদক সেবনের জন্য টাকা দাবি করে আসামিরা। টাকা না দেয়ায় আসামি মো. আব্দুস সালাম ঠান্ডু ও তার সহযোগীরা তাকে পিটিয়ে নদীতে ফেলে হত্যা করে।
পরে আল-আমিনের মামা লিটন কাজী বিষয়টি জানতে পেরে পুলিশের সহযোগিতায় পরের দিন নদী থেকে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করেন এবং গোয়ালন্দঘাট থানায় একটি হত্যা মামলা করেন (মামলা নং-৩৯)। মামলার পর র্যাব-১০ এর কাছে তদন্ত সহায়তার জন্য অধিযাচন করা হলে র্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে।
এরই ধারাবাহিকতায় ১ মে র্যাব-১০ এর একটি অভিযানিক দল র্যাব-১২ এর সহায়তায় পাবনার ঈশ্বরদী ও সাঁথিয়া থানাধীন এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি মো. আব্দুস সালাম ঠান্ডু, পিতা- মৃত আলো মৃধা, সাং- কোমরপুর, থানা-আমিনপুর, জেলা-পাবনা এবং তদন্তে শনাক্ত হওয়া মো. জুয়েল রানা, পিতা-মৃত নায়েব আলী সাং-চক আব্দুস শুকুর, থানা-আমিনপুর, জেলা- পাবনাকে গ্রেপ্তার করে।
শুক্রবার (২ মে) এক পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১০ অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার বিষয়টি নিশ্চিত করে জানান গ্রেপ্তার আসামিদের আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
টিএইচ