ঢাকার মিডফোর্ড হাসপাতালে যুবদল নেতা কতৃক ব্যবসায়ী হত্যা এবং দেশব্যাপী ধর্ষণ, চাঁদাবাজি ও সহিংসতার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে দেশের বিভিন্ন স্থানের ছাত্র-জনতা। মিডফোর্ড হাসপাতালের হত্যার ঘটনায় পরবর্তীতে বিএনপি থেকে যুবদল, ছাত্রদলসহ চারজনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রতিনিধিদেও পাঠানো খবর—
যশোর : যশোরে শনিবার (১২ জুলাই) প্রেসক্লাব যশোরের সামনে সাধারণ ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারহীনতা এবং কয়েকটি রাজনৈতিক দল ও স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর সমালোচনা করেন। এমনকি প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজপথে নামার হুঁশিয়ারি দেন। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা কমরেড জিল্লুর রহমান ভিটু। সমাবেশে আরও বক্তব্য দেন, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক ও কেন্দ্রীয় নেতা কমরেড তসলিম উর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাহিদ আব্বাস, ফরহাদ শেখ, খান জাহান আলী শান্ত, হারিস, মামুন রহমান প্রিন্স, রুবাইয়া খন্দকার, তারেক হোসেন, আবু সাইদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইমরান খান।
গোবিপ্রবি : শনিবার (১২ জুলাই) গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন অনুষদের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। স্লোগানগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল “আমার সোনার বাংলায়; খুনিদের ঠাঁই নাই”, “ইনকিলাব জিন্দাবাদ”, “এক দুই তিন চার; চাঁদাবাজ দেশ ছাড়”, “চাঁদাবাজের ঠিকানা; এই বাংলায় হবে না”, এবং “জনে জনে মানুষ মরে; ইন্টেরিম কী করে?” মানববন্ধন শেষে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
নওগাঁ : শনিবার (১২ জুলাই) শহরের মুক্তির মোড়ে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ পালন করেন ছাত্র-জনতা। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার মুক্তির মোড়ে এসে মিলিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা তানজিম বিন বারীর নেতৃত্বে এসময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্র নেতা আরমান হোসেন, সাদনান সাকিব, গণঅধিকার পরিষদের সাকিব হোসেন, এনসিপি নওগাঁর সমন্বয় কমিটির সদস্য দেওয়ান মাহবুব আল হাসান সোহাগ প্রমুখ। এসময় তারা নওগাঁতে কোনো প্রকার চাঁদাবাজি করতে আমরা দিব না বলে বিএনপিকে হুঁশিয়ারি দেন।
নাটোর : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলা শাখার আয়োজনে শনিবার (১২ জুলাই) নাটোর প্রেস ক্লাব চত্বর থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেস ক্লাব চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন, নাটোর শাখার আহ্বায়ক আব্দুস সামাদ শিশির, মুখ্য সংগঠক নাফিস ফুয়াদ, সিনিয়র মুখ্য সংগঠক রবিন আহমেদসহ অন্য নেতাকর্মীরা। বক্তারা বলেন, সন্ত্রাসী যেই হোক তাকে দ্রুত আইনের আওতায় এনে প্রকাশ্যে দৃষ্টান্ত মুলক শাস্তি নিশ্চিত করতে হবে। আগামীতে এমন ঘটনা যেন না ঘটে প্রশাসনকে সেদিকে নজর দিতে আহ্বান জানান বক্তারা।
বরগুনা : বরগুনা প্রেস ক্লাব চত্বরে শনিবার (১২ জুলাই) মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বরগুনা প্রেস ক্লাব আয়োজিত অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতারাসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন বরগুনা প্রেস ক্লাবের সভাপতি অ্যাড. সোহেল হাফিজ, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমী, জেলা মহিলা পরিষদের সভানেত্রী নাজমা বেগম, জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল, বরগুনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন বরগুনা জেলা শাখার সভাপতি অ্যাড. গোলাম মোস্তফা কাদের, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বরগুনা জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর কবীর মৃধা, সিনিয়র সহ-সভাপতি জাফর হোসেন হাওলাদার প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয় এই বিক্ষোভ মিছিল। শনিবার (১২ জুলাই) ‘ব্রাহ্মণবাড়িয়া ছাত্র জনতা’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় যুবসমাজের প্রতিনিধিরা। বিক্ষোভ শেষে প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সমাবেশ। এতে বক্তব্য রাখেন, মুহাইমিনুল আজবীন, সাহিল আহমদ, শেখ আরিফ বিল্লাহ আজিজী, তাজুল ইসলাম, রেদোয়ান আহমদ, মওলানা বেলাল হোসাইন।
ঝালকাঠি : ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (১২ জুলাই) শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে মিছিল নিয়ে প্রেস ক্লাব চত্বরে এসে বিক্ষোভ সমাবেশে করে। সমাবেশে বক্তব্য দেন শিক্ষার্থী রাইয়ান বিন কামাল, ইয়াসিন ফেরদৌস ইফতি, শাহরিয়ার দিপু, লিমা ও স্বর্ণাসহ আরও অনেকে। তারা অভিযোগ করেন, এ ঘটনায় জড়িতরা বিএনপির সহযোগী সংগঠন যুবদলের কর্মী। বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি তারা বিএনপির নেতাকর্মীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।
বেরোবি : গত শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে আবু সাঈদ চত্বর ঘুরে শেষ হয় এই বিক্ষোভ মিছিল। মিছিল শেষে জাহিদ হাসান জয়, মোকছেদুল, রহমত আলীসহ বক্তব্য রাখেন।
জাবি : রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে বিএনপির অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতা কর্তৃক ব্যবসায়ীকে প্রকাশ্যে পাথর দিয়ে হত্যা এবং সারাদেশে অব্যাহত চাঁদাবাজি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। গত শুক্রবার রাতে ‘সন্ত্রাসবিরোধী ঐক্য’ ব্যানারে মিছিলটি অনুষ্ঠিত হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা বটতলা এলাকা থেকে মিছিল শুরু হয়ে নতুন ছাত্র হল সংলগ্ন সড়ক, ট্রান্সপোর্ট, ১০নং হলের সামনে দিয়ে প্রদক্ষিণ করে বটতলায় এসে শেষ হয়। এসময় একটি সংক্ষিপ্ত সমাবেশও অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সমাবেশে গণতান্ত্রিক ছাত্রসংসদ জাবি শাখার সিনিয়র যুগ্ম সদস্য-সচিব আহসান লাবিবের সঞ্চালনায় বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতারা বক্তব্য দেন।
নাগরপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের নাগরপুরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামি যুব আন্দোলন। শনিবার (১২ জুলাই) ইসলামি যুব আন্দোলন, নাগরপুর উপজেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নাগরপুর সরকারি কলেজ গেইট থেকে শুরু হয়ে নাগরপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ গেটে এসে শেষ হয়। বিক্ষোভে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইসলামি ছাত্র আন্দোলন নাগরপুর উপজেলা সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল, ইসলামি যুব আন্দোলন গয়হাটা ইউনিয়ন শাখার সভাপতি মো. সুজন মিয়া, ইসলামি যুব আন্দোলন উপজেলা সেক্রেটারি মুফতি আল আমিন সিরাজি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি মুফতি আ.হাদী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নাগরপুর উপজেলা শাখার সেক্রেটারি মুফতি আল আমিন মাজাহেরী, উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ বাবুল হোসেন। দোয়া পরিচালনা করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নাগরপুর উপজেলা শাখার সম্মানিত সদস্য মাওলানা মোহাম্মদ আলী সাহেব দামাত বারকাতুহু। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন ওলামায়ে কেরাম ও মুসল্লিরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ শেষে একটি শান্তিপূর্ণ সমাবেশ ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
চৌগাছা (যশোর) : যশোররে চৌগাছায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) শহরের প্রেস ক্লাব মোড়ে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আনিছুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখনে বাংলাদশে ইসলামী আন্দোলন চৌগাছা উপজেলার সাধারণ সম্পাদক মুফতি শিহাব উদ্দীন, বিশিষ অতিথির বক্তৃতা করেন যশোর (চৌগাছা-ঝিকরগাছা-২) সাবেক এমপি প্রার্থী ইসলামী আন্দোলনের চৌগাছা উপজেলার সহ-সভাপতি আলহাজ মাওলানা আসাদুজ্জামান খান, ইসলামী আন্দোলনের সাবেক সেক্রেটারি হাজী লিয়াকত আলী।আরও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের সভাপতি ইউছুফ আমির পরাগ, যুব আন্দোলনের সেক্রেটারী মেহেদি হাসান, সহ-সাধারণ সম্পাদক মাও আব্দুর রহমান, উপজেলা শ্রিমক আন্দোলনের সভাপতি আলহাজ্ব শিহাব উদ্দীন, উপজেলা শ্রিমক আন্দোলনের সেক্রে. ওসমান গনি, পৌর কমিটির সভাপতি নুরুজ্জামান, পৌর কমিটির সেক্রে. আশরাফুজ্জামান আজাদী প্রমুখ। এ সময় অন্যদের মধ্যে উপজেলা ইসলামী যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন ও ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
রাজারহাট (কুড়িগ্রাম) : রাজারহাটের সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে শনিবার (১২ জুলাই) একটি মিছিল উপজেলা শহর ঘুড়ে ট্রাফিক মোড়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, রাজাহাট উপজেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সভাপতি সুজন মিয়া, বাংলাদেশ হেফাজতে ইসলামের রাজারহাটের সাধারণ সম্পাদক শেখ হাবিবুল্লাহ, বাংলাদেশ খেলাফতে মজলিস রাজারহাট উপজেলার সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, ছাত্র সমাজের সাইয়াদুর রহমান, ক্বওমী ওলামা পরিষদের আব্দুল্লাহ আল মামুন, জামায়াতে ইসলামির আরিফুল ইসলাম, এনসিপি কুড়িগ্রাম জেলা সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাবু, এনসিপি রাজারহাট উপজেলা যুগ্ম সমন্বয়কারী রাশেদুল ইসলাম।
টিএইচ