মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
The Daily Post

মুক্তাগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র্যালি 

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি 

মুক্তাগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র্যালি 

‘স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে-খাবার খাবো পুষ্টি গুনে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুক্তাগাছায় জাতীয় পুস্টি সপ্তাহ পালন করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, মুক্তাগাছা শাখার উদ্যোগে রোববার (১২ মে) স্থানীয় অডিটরিয়ামে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ওই অনুষ্ঠানে প্রায় শতাধিক নারী অংশগ্রহণ করেন। ডা. জয়ন্ত কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাহেদুর রহমান। এসময় বিষেশ অতিথির বক্তব্য রাখেন, মুক্তাগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, ওয়ার্ল্ড ভিশন মুক্তাগাছা এপি প্রোগ্রাম অফিসার রাশেদুল আলম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় পুস্টি সপ্তাহর মূল লক্ষ্য হলো-দেশের সর্বস্তরের মানুষকে পুস্টি সম্পর্কে সচেতন করা। পুস্টি সম্পর্কে যার যতটুকু জ্ঞান অর্জিত হয়, তিনি যেন ততটুকুর বাস্তবায়ন করেন। আমাদেরকে পুষ্টিহীন সকল খাবার বর্জন করতে হবে। এসময় বক্তারা জাতীয় পুস্টি সপ্তাহ যথাযোগ্যভাবে পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

টিএইচ