মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২
The Daily Post

শিক্ষকের ওপর হামলায় পাথরঘাটায় শ্রমিকদল নেতা বহিষ্কার

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

শিক্ষকের ওপর হামলায় পাথরঘাটায় শ্রমিকদল নেতা বহিষ্কার

‎বরগুনার পাথরঘাটায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাথরঘাটা উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব মো. বাকি বিল্লাহ ফরাজীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বরগুনা জেলা শ্রমিক দল। রোববার (১১ মে) বরগুনা জেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের দপ্তর সম্পাদক মো. হেলাল উদ্দিনের স্বাক্ষরিত বহিষ্কার আদেশ প্রকাশ করা হয়।

বহিষ্কার আদেশে বলা হয়, পাথরঘাটা উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব বাকি বিল্লাহ ফরাজীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বরগুনা জেলা শ্রমিকদলের জরুরি সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় জেলা শ্রমিকদলের সভাপতি মো. নাসির উদ্দিন মোল্লা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. রুহুল আমিনের নির্দেশে বাকি বিল্লাহ ফরাজীকে পাথরঘাটা উপজেলা শ্রমিকদলের দলীয় ও সাংগঠনিক সব সদস্য পদ থেকে স্থায়ী ভাবে বহিষ্কারর সিদ্ধান্ত নেয়।

এছাড়া পরবর্তী নির্দেশনা না হওয়া পর্যন্ত সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার বিষয় বহিষ্কার আদেশ উল্লেখ করা হয়। এর আগে ২মে সকালে পাথরঘাটা উপজেলা পরিষদের সামনে পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ জন শিক্ষকের ওপর হামলা করে উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব বাকী বিল্লাহ ফরাজী ও তার ভাই সফিউল্লাহ ফরাজী। এ ঘটনাকে কেন্দ্র করে ঘটনার পরপরই সংবাদ সম্মেলন করে মানববন্ধন, বিদ্যালয়ে কর্ম বিরতিসহ নানা কর্মসূচির ঘোষণা দেয় উপজেলা শিক্ষক সমিতির নেতারা।

পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ মেহেদী হাসান জানান, শিক্ষকদের ওপর হামলার ঘটনায় পাথরঘাটা থানার মামলা হয়েছে। মামলার ভিত্তিতে নাসারুল্লাহ নামে এক আসামিকে আটক করা হয়েছে। এছাড়া শ্রমিক দলের সদস্য সচিব বাকি বিল্লাহ ফরাজী ও সফিউল্লাহ ফরাজী পালাতক রয়েছে। তাদের আটকের জন্য চেষ্টা চলছে।

টিএইচ