শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
The Daily Post

সাতকানিয়ার যুবলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি

সাতকানিয়ার যুবলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়ন যুবলীগের অর্থ সম্পাদক মোহাম্মদ ইউচুপ ওরফে ইউচুপ আল কাদেরীকে (৩৬) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

ইউচুপ দেওদীঘি বাজারের অনতিদূরে এওচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফয়জুর রহমান চৌধুরী বাড়ির মৃত ফেরদৌস আহমদ ও মোমেনা খাতুনের পুত্র।

গত বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। যোগাযোগ করা হলে সাতকানিয়া থানার ডিউটি অফিসার এএসআই এমরান জানান, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সুদীপ্ত রেজা জয়ন্তের নেতৃত্বে এওচিয়া হতে ইউচুপকে গ্রেপ্তার করা হয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম আওয়ামী যুবলীগ নেতা ইউচুপকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, ধৃত মোহাম্মদ ইউচুপ ওরফে ইউচুপ আল কাদেরী একজন দুর্ধর্ষ যুবলীগ ক্যাডার।

তার বিরুদ্ধে বিগত আওয়ামী ফ্যাসিবাদী আমলে তৎকালীন এমপি আবু রেজা নদভীর প্রত্যক্ষ মদদে ব্যাপক নাশকতা, তাণ্ডব, চাঁদাবাজি, জমি দখল, বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের হয়রানি, মাদক কারবার ও কিশোর গ্যাং লালনের অভিযোগ রয়েছে।

টিএইচ