শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
ঢাকা শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২
The Daily Post

সালথায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

সালথা (ফরিদপুর) প্রতিনিধি 

সালথায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

ফরিদপুরের সালথা থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সালথা থানা পুলিশের আয়োজনে থানার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সালথা থানার ওসি ম. আতাউর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ও অতিরিক্ত দায়িত্ব (নগরকান্দা সার্কেল) মো. আসিফ ইকবাল।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সালথা থানার ওসি তদন্ত মারুফ হাসান রাসেল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বার, উপজেলা জামায়াতের আমির প্রফেসর আবুল ফজল মুরাদ, উপপরিদর্শক এসআই মেহেদী হাসান প্রমুখ।

এসময় পুলিশ কর্মকর্তা ও সদস্যরা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক, কমিউনিটি পুলিশিংয়ের সদস্য, গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পুলিশের ওপেন  হাউজ-ডে অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষ তাদের নিজ নিজ এলাকার কাইজা ও মাদক নিয়ন্ত্রণ করার দাবি জানান পুলিশের কাছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সালথা থানার উপপরিদর্শক এসআই প্রশান্ত কুমার।

টিএইচ