বুধবার, ১৬ জুলাই, ২০২৫
ঢাকা বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
The Daily Post

আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ে জলাবদ্ধতায় স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ে জলাবদ্ধতায় স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু করে নিচতলার সব শ্রেণিকক্ষ পানিতে তলিয়ে যাওয়ায় পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিদ্যালয় চত্বরের চারদিক থেকে বয়ে আসা বৃষ্টির পানির সঙ্গে মিশে গেছে শৌচাগারের বর্জ্য ও আবর্জনা।

নিচতলার টয়লেটগুলো পানির নিচে থাকায় সেখানকার ময়লা ও দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে শ্রেণিকক্ষ পর্যন্ত। এতে পরিবেশ যেমন অস্বাস্থ্যকর হয়ে উঠেছে, তেমনি শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুজ্জামান মিন্টু জানান, গত তিনদিনে টানা বৃষ্টির কারণে শ্রেণিকক্ষে পানি ঢুকে পড়েছে। শিক্ষার্থীদের পোশাক ভিজে যাচ্ছে, অনেকেই ঠান্ডা ও সর্দিজনিত অসুখে ভুগছে। প্রধান শিক্ষক কামরুল হাসান বলেন, প্রতিবছর বর্ষায় জলাবদ্ধতার সমস্যায় পরতে হয়। তবে এবার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

পানি দ্রুত না নামলে শিক্ষাকার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হবো। অষ্টম শ্রেণির শিক্ষার্থী ওয়াফা, নুপুর ও রাফি জানায়, স্কুলে আসার সময় জুতা ও কাপড় ভিজে যায়। ভেজা কাপড়ে পুরোদিন ক্লাস করতে হয়। অনেক সহপাঠী এখন ঠান্ডা-জ্বরে আক্রান্ত। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেয়া হোক এটাই আমাদের অনুরোধ।

বিদ্যালয়ে চলমান এ দুরবস্থার শিক্ষার পরিবেশ ভেঙে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা, যদি না তাৎক্ষণিক কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়।

টিএইচ