জয়পুরহাটে কালাইয়ে পুকুরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বোরহান উদ্দিন নামে একজনের মৃত্যু হয়েছে। রোববার (১৩ এপ্রিল) উদয়পুর ইউনিয়নের গঙ্গাদাসপুর গ্রামের এ ঘটনাটি ঘটে।
মৃতব্যক্তি হলেন, উপজেলার উদয়পুর ইউনিয়নের গঙ্গাদাসপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে বোরহান উদ্দিন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোটর দিয়ে নিজস্ব পুকুরে পানি সেচ দিতে যান বোরহান উদ্দিন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। বিষয়টি জানিয়েছেন কালাই থানার ওসি জাহিদ হোসেন।
টিএইচ