বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

কাশিয়ানীতে ডেঙ্গু রোগী পরীক্ষায় হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

কাশিয়ানীতে ডেঙ্গু রোগী পরীক্ষায় হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা

ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করছে গোপলগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায়। প্রতিদিনই ডেঙ্গুজ্বর নিয়ে হাসপাতলে ভর্তি হচ্ছেন রোগীরা। জ্বর-কাশিসহ বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করতে ভিড় করছেন অনেকেই।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিট-স্বল্পতায় এসব রোগীর পরীক্ষা করতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। রোগীর চাপ বাড়ায় হাসপাতালে স্যালাইন-স্বল্পতায় সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। 

হাসপাতালের আরএমও মো. আমিনুল ইসলাম জানান, হাসপাতালে বর্তমানে ১৯ ডেঙ্গু রোগী ভর্তি আছেন। গত কদিনে ১৯৭ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন। 

বর্তমানে কাশিয়ানী উপজেলা এলাকায় রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালের বাইরের দোকানগুলোয়ও প্রয়োজনীয় স্যালাইন পাওয়া যাচ্ছে না। এক কথায় রোগীদের চিকিৎসা দেয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। আমাদের প্রতিনিয়তই রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও তত্ত্বাবধায়ক ডা. মাহমুদুল হাসান জানান, এলাকায় বর্তমানে ডেঙ্গুর প্রভাব ব্যাপক হারে বিস্তার লাভ করে চলেছে। দিন দিন ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। হাসপাতালে ডেঙ্গু রোগী চিকিৎসার জন্য ইতোমধ্যে একটা ওয়ার্ড আলাদা করে দেয়া হয়েছে। রোগীর সংখ্যা আরও বেশি বাড়লে চিকিৎসা দেয়া কঠিন হয়ে যাবে। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও তত্ত্বাবধায়ক ডা. মাহমুদুল হাসান এলাকাবাসীকে সচেতন করে তুলতে জনপ্রতিনিধি ও সামাজিক নেতাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

টিএইচ