বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২
The Daily Post

চুয়াডাঙ্গায় জুলাই শহীদদের কবরে পুষ্পমাল্য অর্পণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় জুলাই শহীদদের কবরে পুষ্পমাল্য অর্পণ

চুয়াডাঙ্গায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদের কবরে পুষ্পমাল্য অর্পণ ও শহীদ পরিবারের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এ পুষ্পমাল্য অর্পণ করা হয়।

গত মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র গ্রামে শহীদ শাহারিয়া শুভর কবরে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম  পুষ্পমাল্য অর্পণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসকের ডিডিএলজি শারমিন আক্তার, চুয়াডাঙ্গা সদর ইউএনও এম সাইফুল্লাহসহ প্রশাসনের অন্য  কর্মকর্তারা। অপরদিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামে শহীদ মাসুদ রানার কবরে পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা (বিপিএম সেবা) পুষ্পমাল্য অর্পণ করেন।

সময় অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান, আলমডাঙ্গা ইউএনও শেখ মেহেদি ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলার শাখার সাবেক আহ্বায়ক আসলাম অর্কো, শহিদ পরিবারের সদস্যরা। এছাড়া সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তর এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের কবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

টিএইচ